ICC, BCCI succumb to PCB Wankhede demand regarding World Cup but reject venue swap request

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র ১০০ দিন। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হয়ে যাবে ৫০ ওভারের বিশ্বকাপ  (ICC ODI World Cup 2023)। অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England), দক্ষিণ আফ্রিকা (South Africa), নিউ জিল্যান্ডের (New Zealand) মতো দলগুলো নির্বাচিত সব ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। তবে এখানে ব্যতিক্রম শুধু টিম ইন্ডিয়া (Team India) ও পাকিস্তান (Pakistan)। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বাবর আজমের (Babar Azam) দলকে শুধু ভারতের পাঁচটি ভেন্যুতেই খেলতে দেখা যাবে। 

এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণার আগে পাকিস্তান দাবি করেছিল, তিনটি ম্যাচের কেন্দ্র বদল করতে হবে। কিন্তু সেই দাবি মানল না আইসিসি (ICC)। খসড়া সূচিকেই মান্যতা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে নির্ধারিত কেন্দ্রেই খেলতে হবে বাবর আজমদের। তবে পিসিবি-র (PCB) একটি আবেদন মেনে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ও বিসিসিআই (BCCI)। প্রাক্তন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি (Najam Sethi) অনুরোধ করেছিলেন, যেন তাঁর দেশের ক্রিকেটারদের মুম্বইতে না খেলতে হয়। কারণ ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ নষ্ট করে দিয়েছিল শিবসেনার অনুরাগীরা। সেইজন্য পাক বোর্ডের তরফ থেকে মুম্বইতে খেলার ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল। সেটা মেনে নিয়েছে আইসিসি। তবে তাঁদের বাকি দাবি মানা হয়নি। 

আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে (Hyderabad) রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। পাক দলের মুখোমুখি কোয়ালিফায়ার ওয়ান। ১২ অক্টোবর সেই একই ভেন্যুতে খেলবেন মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan)। এরপরেই আয়োজিত হবে কাপ যুদ্ধের মেগা ম্যাচ। ১৫ অক্টোবর আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) বাইশ গজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (IND vs PAK)। সেই মহারণ শেষ হলে পাক দল চলে আসবে বেঙ্গালুরুতে। ২০ অক্টোবর শাহিন শাহ আফ্রিদিদের বিপক্ষ অস্ট্রেলিয়া। ২২ ও ২৭ অক্টোবর পাকিস্তান যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেন্নাইয়ের বাইশ গজে খেলবে। সেই দুটি ম্যাচ খেলে পাক দল কলকাতায় পা রাখবে। ৩১ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামবে পাক দল। পরের ম্যাচ ৪ নভেম্বর। এবার প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ভেন্যু বেঙ্গালুরু। সেই ম্যাচ খেলে আবার কলকাতায় ফিরে আসবেন বাবর আজমরা। ১২ নভেম্বর ক্রিকেটের নন্দন কাননে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড। 

আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর, আহমেদাবাদেই ‘মাদার অফ অল ব্যাটল’! ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, জানিয়ে দিল আইসিসি

আরও পড়ুন: Durga Puja And ICC World Cup 2023: দুর্গাপুজোর সঙ্গে ক্রিকেটের ককটেল! ওভারডোজের অপেক্ষায় বঙ্গ সমাজ

শোনা যাচ্ছে পাকিস্তানের ভেন্যুগুলি দেখার জন্য পাক প্রতিনিধিদল এসে পৌঁছবে এই দেশে। অগাস্টের শেষের দিকে পাক প্রতিনিধি দল আসবে ভারতে। বিশ্বকাপে হায়দরাবাদ, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতার মতো কেন্দ্রে ম্যাচ পড়েছে পাকিস্তানের। সেই সব কেন্দ্রগুলি খতিয়ে দেখার জন্যই পাক প্রতিনিধি দল আসবে ভারতে। ম্যাচ কেন্দ্রগুলির ভেন্যু খতিয়ে দেখার পরে সেই প্রতিনিধি দল একটি রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে স্থির করা হবে, বাবর আজম-শাহিন আফ্রিদিরা আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলবেন কিনা। 

মুম্বইয়ের প্রতি পাকিস্তানের অনীহা রয়েছে। সেটা মেনে নিয়ে পাক দলের গ্রুপ পর্বের কোনও ম্যাচ মুম্বইতে দেওয়া হয়নি। তবে ১৫ নভেম্বর প্রথম সেমি ফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আয়োজিত হবে। এবার বাবর আজমের দল শেষ চারে কোয়ালিফাই করলে এবং তাঁদের ম্যাচ মুম্বইতে পড়লে তখন আইসিসি ভেন্যু বদল করে কিনা সেটাই দেখার। একটি সূত্র মারফত জানা  গিয়েছে, শেষ চারের লড়াইয়ে পাকিস্তান মুম্বইতে খেলতে রাজি না হলে, সেটা ইডেনে আয়োজিত হতে পারে।  

একনজরে দেখে নিন বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ— 

৬ অক্টোবর কোয়ালিফায়ার ১ (হায়দরাবাদ)

১২ অক্টোবর কোয়ালিফায়ার ২ (হায়দরাবাদ)

১৫ অক্টোবর ভারত (আহমেদাবাদ)

২০ অক্টোবর অস্ট্রেলিয়া (বেঙ্গালুরু)

২২ অক্টোবর আফগানিস্তান (চেন্নাই)

২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা (চেন্নাই)

৩১ অক্টোবর বাংলাদেশ (কলকাতা)

৪ নভেম্বর নিউ জিল্যান্ড (বেঙ্গালুরু)

১২ নভেম্বর ইংল্যান্ড (কলকাতা)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)