ভেন্যু নির্বাচনে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’! অভিযোগের পালটা দিল বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সূচি ঘোষণা হওয়ার পরেই, চূড়ান্ত সমালোচিত হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (The Indian cricket board, BCCI)। অভিযোগ উঠেছে যে, ঐতিহ্যবাহী স্টেট অ্যাসোসিয়েশনগুলিকে বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়নি! গত মঙ্গলবার মুম্বইতে বিশ্বকাপের (World Cup 2023) সূচি ঘোষণা হয়েছে। ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে- আহমেদাবাদ (Ahmedabad), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), ধরমশালা (Dharamsala), দিল্লি (Delhi), হায়দরাবাদ (Hyderabad), কলকাতা (Kolkata), লখনউ (Lucknow), মুম্বই (Mumbai) ও পুণেতে (Pune)। তিরুঅনন্তপুরম (Trivandrum) ও গুয়াহাটিতে (Guwahati) হবে গা ঘামানোর ম্যাচগুলি। মোহালি (Mohali), ইন্দোর (Indore), রাজকোট (Rajkot), রাঁচি (Ranchi) ও নাগপুর (Nagpur) কোনও ম্যাচ পায়নি। সরব হয়েছে তৃণমূল ও কংগ্রেস। ট্যুইট করেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সকেত গোখেল ও কংগ্রেস নেতা শশী থারুর। 

সেই ১৯৯৬ থেকে মোহালিতে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সব ম্যাচ হয়ে আসছে। দেখলে গেলে মোহালির ম্যাচ না পাওয়া কার্যত চমকে দেওয়ার মতো ঘটনা। মোহলিকে ব্রাত্য করে রাখায় স্বভাবতই ফুঁসছেন পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিং মিত হায়ের। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রাজনৈতিক হস্তক্ষেপেই, পঞ্জাবের মোহালিকে বিশ্বকাপের আয়োজক শহর থেকে বাদ দেওয়া হয়েছে। পঞ্জাব সরকার এই নিয়ে বিসিসিআই-এর সঙ্গে কথা বলবে।’ গুরমিতের গুরুতর অভিযোগের পালটা দিলেন বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্লা।

আরও পড়ুন: India’s Tour Of Ireland: অগস্টে ‘পান্না দ্বীপে’ টিম ইন্ডিয়া, সূচি ঘোষণা করে দিল আইসিসি

রাজীব সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘গতবছর বিরাট কোহলির ১০০ তম টেস্ট মোহালিতে দেওয়া হয়েছে। মোহালিতে মুলানপুর স্টেডিয়াম তৈরি হচ্ছে। যদি তৈরি হয়ে যেত, তাহলে সেখানে বিশ্বকাপের ম্যাচ করা হত। মোহালি স্টেডিয়াম আইসিসি-র মানদণ্ড স্পর্শ করতে পারেনি। ফলে ম্যাচ পায়নি। তার মানে এই নয় যে, সেখানে ম্যাচ হবে না। দ্বিপাক্ষিক সিরিজের খেলা হবে। সবটাই হয় রোটেশন ভিত্তিতে। এখানে কোনও পিক অ্যান্ড চুজ নেই। আইসিসি-র সম্মতিতে ভেন্যু চূড়ান্ত হয়। তিরুঅনন্তপুরমে ওয়ার্ম-আপ ম্যাচ হচ্ছে এই প্রথমবার। কোনও জোন বা অঞ্চলকে উপেক্ষা করা হয়নি। অনেক কিছু ভাবার পরেই স্টেডিয়ামের তালিকা চূড়ান্ত হয়েছে। এমনকী উত্তর-পূর্ব জোন, গুয়াহাটি ম্যাচ পেয়েছে। সূচিতে অনেককেই রাখা হয়েছে। ‘
 
১২ ভেন্যুর প্রসঙ্গে রাজীব বলেন, ‘এই প্রথমবার বিশ্বকাপ হচ্ছে ১২টি ভেন্যুতে। অতীতে কোনও বিশ্বকাপে এত বেশি ভেন্যু রাখা হয়নি। ওয়ার্ম-আপ ম্যাচগুলি হচ্ছে তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে। বাকি ভেন্যুতে হবে লিগের ম্যাচ। অনেক বেশি সেন্টারকে রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের চারটি, মধ্যাঞ্চলের একটি, পশ্চিমাঞ্চলের দু’টি ও উত্তরাঞ্চলের দু’টি করে ভেন্যু রাখা হয়েছে। ওদিকে দিল্লি ও ধরমশালা রয়েছে উত্তরাঞ্চল থেকে। লখনউকে যুক্ত করা হয়েছে। উত্তরপ্রদেশ অতীতে কখনও বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়নি। এবার পেল। গুয়াহাটিকে সুযোগ দেওয়া হল। দক্ষিণের অনেক ভেন্যু রাখা হয়েছে। অনেক ভাবনাচিন্তার পরেই মাঠ বাছা হয়। তারপর আইসিসি অনুমোদন দেওয়ার পরেই চূড়ান্ত করা হয়। যারা অভিযোগ তুলছে, তাদের বোঝা উচিত যে, আইসিসি-র সম্মতি নিয়েই ভেন্যু বাছা হয়েছে।’ এবার দেখার এই জল কতদূর গড়ায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)