Titan wreckage: টাইটানে সম্ভবত মিলেছে মানুষের দেহাংশ, জানা যেতে পারে ৫ ধনকুবেরের মৃত্যুর কারণ

ডুবোজাহাজ টাইটানের ধ্বংসস্তূপ থেকে সম্ভবত মানুষের দেহাংশ উদ্ধার করা হয়েছে। টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার অভিযানে গিয়ে জলের তলায় যে ডুবোজাহাজের বিস্ফোরণ হয়েছিল। এমনই জানিয়েছে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী। বুধবার (স্থানীয় সময় অনুযায়ী) মার্কিন কোস্টগার্ডের তরফে জানানো হয়েছে, উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে সম্ভবত মানুষের দেহাংশ উদ্ধার করা হয়েছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হয়েছে সেই কাজটা। সেই সম্ভাব্য মানুষের দেহাংশের খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন মার্কিন বিশেষজ্ঞরা। তারপরই একাধিক প্রশ্নের উত্তর মিলবে বলে মত সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন: Titan Rescue Mission: মুহূর্তের মধ্যে দুমড়ে গিয়েছে টাইটন, হয়তো অভিযাত্রীরা টেরও পাননি নিজেদের মৃত্যু

এমনিতে ইতিমধ্যে টাইটানের উদ্ধারকাজ শেষ হয়ে গিয়েছে। উত্তর আটলান্টিক মহাসাগরের ১২,০০০ ফুটেরও নীচ থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া ডুবোজাহাজের যে ধ্বংসস্তূপ উদ্ধার করা হয়েছে, তা পূর্ব কানাডায় আনা হয়েছে। এবার আমেরিকার একটি বন্দরে সেই ধ্বংসস্তূপ নিয়ে যাওয়া হবে। কয়েকটি স্থানীয় টেলিভিশনের পর্দায় সেন্ট জনস নিউ ফাউন্ডল্যান্ডে কানাডার কোস্টগার্ড টার্মিনালে যে ছবি দেখা গিয়েছে, তাতে একাধিক মহলের ধারণা, যে অংশ বাইরে বেরিয়ে আছে, তা সম্ভবত টাইটানের নাকের অংশ। একটি সাইড প্যানেলও বাইরে বেরিয়ে থাকতে দেখা গিয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

আরও পড়ুন: Train Timetable history: যেন দেশলাইয়ের বাক্স! ১৯৩১ বা ১৯৮৩ সালে কেমন দেখতে ছিল ট্রেনের টাইমটেবিল? রইল ছবি

বিষয়টি নিয়ে মার্কিন তদন্তকারী সংস্থার প্রধান তথা ক্যাপ্টেন জেসন নিউবাউয়ের জানিয়েছেন, কী কারণে টাইটনের এরকম ভয়াবহ পরিণতি হয়েছে, তার প্রকৃত কারণ খুঁজে বের করতে আরও অনেক কাজ করতে হবে। প্রচুর কাজ করতে হবে বিশেষজ্ঞদের। যাতে ভবিষ্যতে কখনও এরকম ঘটনা এড়ানো যায়। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, টাইটানের উদ্ধারকাজ শেষ হলেও এবার মূল কাজটা শুরু হল। টাইটানের ধ্বংসস্তূপ খুঁটিয়ে দেখে বোঝা যাবে যে জলের তলায় আদতে কী হয়েছিল।

উল্লেখ্য, ১১০ বছর আগে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিলাসবহুল টাইটানিকের ধ্বংসস্তূপ দেখতে পাড়ি দিয়েছিলেন পাঁচ ধনকুবের (পাকিস্তান বংশোদ্ভূত শাহজাদা দাউদ এবং তাঁর ছেলেও ছিলেন)। ‘ওসেন গেট’ সংস্থার ডুবোজাহাজ টাইটানে করে তাঁরা সেই অভিযানে গিয়েছিলেন। কিন্তু জলের তলায় ভয়াবহ পরিণতি হয়। বিশেষজ্ঞদের ধারণা, জলের মধ্যেই বিস্ফোরণ হয় টাইটানের। সম্ভবত মৃত্যুর সময় বুঝতেও পারেননি ওই পাঁচ ধনকুবের।