Bus Accident in Maharashtra: গভীর রাতে দাউ দাউ করে জ্বলে উঠল বাস, ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু ২৫ যাত্রীর

মহারাষ্ট্রে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৫ জন বাসযাত্রী। জানা গিয়েছে, শনিবার মহারাষ্ট্রের বুলধানায় একটি বাসে আগুন ধরে যায়। সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। বাসে প্রায় রাত ২টো নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। এই আবহে জ্বলন্ত বাসে ঘুমন্ত অবস্থাতেই পুড়ে গিয়ে প্রাণ হারান ২৫ জন। বাসটিতে মোট ৩৩ জন ছিলেন বলে জানা গিয়েছে। বাসটি ইয়াভাতমল থেকে পুনে যাচ্ছিল।

এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি জানান, বাসটি পুরোপুরি পুড়ে গিয়েছে। সেই অবস্থায় কোনও ভাবে বাস থেকে ২৫ জন যাত্রীর দেহ উদ্ধার করা গিয়েছে ৷ তিনি নিশ্চিত করে জানান যে সেই বাসে মোট ৩৩ জন ছিলেন। অগ্নিদগ্ধ হয়ে ৮ জন আহত হয়েছেন ৷ আহতদের বুলধানা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার ৷

এদিকে কী কারণে বাসটিতে আগুন লাগে? পুলিশের তরফে জানানো হয়েছে, অগ্নিদগ্ধ হওয়া বাসটি প্রাইভেট ছিল। সেই বাসটি রাস্তার ধারে একটি পোলে গিয়ে ধাক্কা মারে। তারপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির ৷ এরপরই বাসটি উলটে যায় এবং তাতে আগুন ধরে যায় ৷ দাউ দাউ করে জ্বলতে থাকা বাস থেকে কোনও ভাবে ৮ জন যাত্রী প্রাণে বেঁচে বেরিয়ে আসেন ৷ তবে অধিকাংশই ঘুমন্ত অবস্থা ছিলেন। তারা বাসেই পুড়ে মারা যান। জানা গিয়েছে, মৃত যাত্রীদের মধ্যে অনেকেই নাগপুর, ওয়ার্ধা এবং ইয়াভাতমলের বাসিন্দা ছিলেন ৷

এদিকে বাসের চালক বেঁচে গিয়েছেন এই দুর্ঘটনার হাত থেকে। তিনি পুলিশকে জানান, বাসের টায়ার ফেটে গিয়ে এই বিপত্তি ঘটে। এই আবহে বাস দুর্ঘটনার আসল কারণ বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসা চলছে। তারা সুস্থ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।