New state Presidents of BJP: বদলে গেল বিজেপির ৪ রাজ্য সভাপতি, দেখে নিন তালিকা, লোকসভা ভোটের আগে খেলা শুরু

দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। গেরুয়া শিবিরের কাছে নিঃসন্দেহে অগ্নিপরীক্ষা। ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার আগে রাজ্যগুলিতে সংগঠনকে একেবারে ধোয়া মোছা করে গুছিয়ে সাজাচ্ছে বিজেপি। তার মধ্যেই এবার একাধিক রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি বদল করা হল।

সূত্রের খবর, সব মিলিয়ে চার রাজ্যে বিজেপির সভাপতি বদল করা হয়েছে। তেলেঙ্গানায় বিজেপির রাজ্য সভাপতির চেয়ারে বসছেন জি কিষান রেড্ডি। অন্ধ্র প্রদেশে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন ডি পুরন্দেশ্বরী, ঝাড়খণ্ডে রাজ্য সভাপতির দায়িত্ব সামলাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, ও পঞ্জাবে দলের রাজ্য সভাপতি হচ্ছেন সুনীল জাখর।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে. এবার একেবারে হিসাব কষে পা ফেলছে গেরুয়া শিবির। কারণ রাজ্য সভাপতি উপর সংগঠনের কাজকর্ম অনেকটাই নির্ভর করে। এক্ষেত্রে একাধিক রাজ্য রাজ্য সভাপতির পদে বদল এনে সংগঠনকে আরও বেশি করে গোছানোর উদ্যোগ নিল গেরুয়া শিবির। এক্ষেত্রে সুনীল জাখরকে পঞ্জাবের রাজ্য় সভাপতির চেয়ারে বসানো হয়েছে। তিনি বিগত দিনে কংগ্রেসে ছিলেন। তিনি একেবারে কংগ্রেসের রাজ্য সভাপতির চেয়ারে ছিলেন। তিনিই এবার বিজেপির রাজ্য সভাপতির চেয়ারে বসবেন। তবে তিনি এবার পঞ্জাব কংগ্রেসে কতটা ভাঙন ধরাতে পারেন সেটাও দেখার।

এদিকে এবার তেলেঙ্গানার দিকে বাড়তি নজর দিয়েছে বিজেপি। দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদেও বদল আনা হচ্ছে। সেই পদে বসছেন ইয়াতালা রাজেন্দর।

এদিকে সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন। আর তারপরই সামনে এল দলের রাজ্য় সভাপতি বদলের খবর। এদিকে সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক( সংগঠন) বিএল সন্তোষ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে বৈঠক হয়েছিল। তারপর থেকেই রাজ্য সভাপতি বদল নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। তবে এবার সেই পদে বড় বদল করা হল।

এদিকে বিজেপির জাতীয় কর্মসমিতিতে স্থান পেয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। তিনি বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন। গত এপ্রিল মাসেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার হাতে সময় নিয়ে খেলতে চাইছে বিজেপি। কারণ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিরোধী জোট শিবির। তারা শেষ পর্যন্ত বিজেপিকে কতটা কাবু করতে পারে সেটাও দেখার। তবে তার আগে একাধিক রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি পদে বদল।