ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেকের স্ত্রী, বিদেশ যাত্রা নিয়ে সিব্বালের জোর সওয়াল

বিদেশ যেতে গিয়ে বাধা পেয়ে ফিরতে হয়েছিল বিমানবন্দর থেকে। এই ঘটনা নিয়ে নানা মুনির নানা মত প্রকাশ পেয়েছিল। মা অসুস্থ তাও তাঁকে যেতে দেওয়া হচ্ছে না। এবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ জুলাই রুজিরার আবেদনের শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রুজিরার আইনজীবী কপিল সিব্বাল। আর করলেন জোরদার সওয়াল। যাতে ১২ জুলাই বিদেশ যাত্রার অনুমতি মেলে।

এদিকে রুজিরার বিদেশযাত্রায় ছাড়পত্র দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। আবার তারাই বিমানবন্দরে আটকায় রুজিরা এবং তাঁর সন্তানদের। গত জুন মাসে বিদেশ যেতে গেলে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। অভিবাসন দফতরের অফিসাররা তাঁকে জানান, ইডি’‌র মামলায় লুকআউট নোটিশ জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা বন্দ্যোপাধ্যায়। তখন বিমানবন্দরেই রুজিরাকে নোটিশ ধরানো হয়। পরের দিন ইডি দফতরে হাজিরা দিতে হয়। এবার ইডির সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গেলেন রুজিরা। তাঁর হয়ে আদালতে আবেদন করেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল।

অন্যদিকে রুজিরাকে আটকানো নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌ইডি তো আগে থেকে বলতে পারত যে তুমি যেও না। একটা পাঞ্জাবি মেয়ে তাঁর অসুস্থ মাকে দেখতে যাবে। সুপ্রিম কোর্টও অনুমতি দিয়েছে। শুধু বলেছে বিদেশে যাওয়ার সময় ইডিকে জানিয়ে যেতে হবে। তাই তো জানানোও হয়েছিল। তখনই ইডি’‌র অফিসাররা ওকে বলতে পারত যে তুমি বিদেশে যাবে না। কিন্তু সেটা না করে এয়ারপোর্টে গিয়ে বিমানে ওঠার মুখে আটকে তাঁর হাতে নোটিশ ধরানো অমানবিক ঘটনা।’‌

আরও পড়ুন: ‘‌সিপিএম থেকে চলে এসেছি বলে তাদের শেষ করে দিতে চাই না’‌, লক্ষ্মণের নয়া সমীকরণ

ঠিক কী বলেছেন কপিল সিব্বাল?‌ এই মামলা নিয়ে জোরদার সওয়াল করেছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল। যাতে এই মামলা শোনা হয়। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল আবেদন করেন, ‘‌আগামী সোমবার যেন এই বিষয় নিয়ে শুনানি শোনা হোক। তবে একইসঙ্গে সোমবার পূর্বনির্ধারিত মামলার শুনানি যেন তালিকা থেকে সরিয়ে দেওয়া না হয়।’‌ এখন দেখার বিষয়, সোমবারের সওয়াল জবাবের পর রুজিরা বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার ছাড়পত্র পান কিনা।