দুরন্ত আইপিএল পারফরম্যান্স, তবুও ভারতীয় দলে ব্রাত্য! বিস্ফোরক নাইট নক্ষত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma and Co)। আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত (IND vs WI) ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলতে যাচ্ছে। টেস্ট ও পঞ্চাশ ওভারের ক্রিকেটের দল আগেই ঘোষণা করে দিয়েছিলেন নির্বাচকরা। বুধবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। মুখ্য নির্বাচক পদে অজিত আগারকর (Ajit Agarkar) তাঁর নতুন ইনিংস শুরু করে দিলেন। আইপিএল সিক্সটিনে (IPL 2023) ভালো পারফরম্যান্সের সুবাদে ক্যারিবিয়ান সফরে একাধিক তরুণরা সুযোগ পাবেন, বলেই মনে করা হয়েছিল। রিঙ্কু সিং(Rinku Singh), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও জীতেশ শর্মারা (Jitesh Sharma) সুযোগ পাবেন বলেই আশাবাদী ছিলেন অনেকে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। পঞ্চাশ ওভারের বিশ্বকাপের কথা মাথায় রেখে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে বেছে নেওয়া হয়েছে দল। আইপিএল সিক্সটিনে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পরিবর্তে কলকাতার নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ রানা (Nitish Rana)।

আরও পড়ুন: Virat Kohli and Rohit Sharma, WI vs IND: প্রত্যাশামতোই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে বিরাট-রোহিত

নীতীশ ১৪ ম্যাচে ৪১৩ রান করেছিলেন কেকেআরের জার্সিতে। ১৪০.৯৫ স্ট্রাইক রেট ছিল তাঁর। নীতীশ মনে করেছিলেন যে, তিনি সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে। জাতীয় দলে সুযোগ না পেয়ে তিনি রহস্যময় ট্যুইট করেছেন। তিনি লেখেন, ‘খারাপ দিনই ভালো দিন তৈরি করে’। অন্যদিকে টেস্ট ও একদিনের সিরিজের পর, এবার ২০ ওভারের ফরম্যাটেও সুযোগ পেলেন বাংলার জোরে বোলার মুকেশ কুমার। তবে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হল না। গত দুই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন রিঙ্কু। ২০২৩ সালের আইপিএল-এর ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু। সর্বোচ্চ লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩৩ বলে অপরাজিত ৬৭ রান। গড় ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫৩। সঙ্গে ছিল চারটি অর্ধ শতরান। তবুও জাতীয় দলে জায়গা করে নিতে ব্যর্থ হলেন এই বাঁহাতি ব্যাটার। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা ও রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ পারফরম্যান্স করা যশস্বী জয়সওয়াল দলে জায়গা করে নিয়েছেন। 

ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব।

আরও পড়ুন: Ajit Agarkar: আগরকর এখন হটসিটে, কাঁধে গুরুদায়িত্ব, কত টাকা দিচ্ছে বিসিসিআই?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)