Katla fish: মালদার বাজারে দৈত্যাকার কাতলা, ওজন ৪৮ কেজি, দাম উঠল কত টাকা? চমকে যাবেন শুনলে

বিশাল আকৃতির দৈত্যাকার কাতলা মাছ উঠল মৎস্যজীবীদের জালে। যার ওজন প্রায় ৪৮ কেজি! মাছের বাজারে এত বড় কাতলা মাছ দেখে কার্যত বিস্মিত সকলেই। ঘটনাটি মালদার নেতাজি পুরবাজারের। বিশাল আকৃতির এই মাছ দেখতে ওই বাজারে ভিড় জমান আমজনতা। আবার অনেকে এত বড় মাছের ছবিও তুললেন মোবাইলে। ক্রেতাদের কথায়, তাঁরা এত বড় কাতলা মাছ এই বাজারে কোনওদিন দেখেননি। ওই মাছটি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

আরও পড়ুন: ওজন ৩০০ কেজি! ধরা পড়ল বিশ্বের সবথেকে বড় মাছ, তীরে আনতে লাগল ১২ জনকে

জানা গিয়েছে, বৃহস্পতিবার মালদার নেতাজি পুর বাজারে দৈত্যাকার এই মাছ আনা হয়। সেই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যার ফলে মাছ দেখতে বাজারে ভিড় করেন বহু মানুষ। সেই ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হয় বাজার কর্তৃপক্ষকে। ওই বাজারের এক মাছ বিক্রিতা জানান, বিশালাকার এই মাছটি হল কাতলা মাছ। গঙ্গা থেকে মাছটি মৎস্যজীবীদের জালে উঠেছে। এর আগে এই বাজারে ৩৫ থেকে ৩৬ কেজির মাছ এসেছে। তবে এত বড় মাছ এই প্রথম এই বাজারে আসল। মাছটির ওজন ৪৮ কেজি। সেটি বিক্রি হয়েছে ৮০০ থেকে  ৯০০ টাকা কেজি ধরে। তিনি জানান, গঙ্গার মাছ সব সময় পাওয়া যায় না তাই এই মাছের চাহিদা অনেক বেশি। ওই বাজারে মানুষ শুধু জমাননি, অনেকেই আবার এত বড় মাছ দেখে লোভ সামলাতে পারেনি। যে যেমন পেরেছেন মাছ কিনে নিয়ে গিয়েছেন।

নেতাজি পুর বাজারের সহ সম্পাদক জানান, গঙ্গার মাছ গোটা ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়। আর কেটে ৮০০–৯০০ টাকা এমনকী ১০০০ টাকা কেজি দরেও বিক্রি হয়। মানুষের চাহিদা থাকায় মাছটি বৃহস্পতিবার কেটে বিক্রি করা হয়েছে। যদিও ওই বাজারে ইলিশের যোগান কম থাকায় সেখানে ইলিশ মাছ একটু বেশি দরে বিক্রি হচ্ছে। গঙ্গার মাছ এমনিতেই সুস্বাদু। তার ওপর এত বড় আকারের মাছ যে নদীতে রয়েছে তাতে সকলেই খুশি।

প্রসঙ্গত, প্রায়ই মৎস্যজীবীদের জালে বিশাল আকার মাছ ওঠে। সম্প্রতি দিঘা মোহনায় ৬ কুইন্টাল ওজনের একটি হাঙর মাছ ধরা পড়েছিল। সেই মাছটিকে দিঘার মোহনা বাজারে নিয়ে গিয়ে একটি টালিতে রাখা হয়। খবর পেয়ে সেই মাছ দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। মাছের ছবিও ক্যামেরা বন্দি করেন অনেকেই। এছাড়া অনেককেই সেলফি তুলতে দেখা গিয়েছিল। এর আগেও দিঘা মোহনাতেই উঠেছিল ৭০ কেজি ওজনের একটি শঙ্কর মাছ। সেই মাছ দেখতেও ভিড় জমেছিল জনতার । এছাড়াও, মালদায় গঙ্গায় ৯০ কেজি ওজনের একটি বিশাল মাছ ধরা পড়েছিল। সেই  মাছের নাম বাঘার।  মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত মনিহারি এলাকা থেকে ধরা পড়েছিল এই মাছ। আর মাছের কথা রটে যেতেই ভিড় জমেছিল আমজনতার। সেই মাছ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছিল।