Sardar Singh, Rani Rampal Appointed As Sub Junior Team Coaches By Hockey India President Dilip Tirkey

চেন্নাই: বৃহস্পতিবার ভারতীয় হকি (Hockey India) বোর্ডের সভাপতি দিলীপ তির্কি (Dilip Tirkey) দুই প্রাক্তন তারকা হকি খেলোয়াড় সর্দার সিংহ (Sardar Singh) এবং রানি রামপালকে (Rani Rampal) যথাক্রমে সাব জুনিয়ার ছেলে এবং সাব জুনিয়ার মেয়েদের দলের কোচের পদে নিয়োগ করার কথা ঘোষণা করেন। ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার শততম বোর্ড বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে ভারতে হকির উন্নতির জন্য না না বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকের নেতৃত্বে দিলীপের পাশাপাশি ছিলেন হকি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ভোলনাথ সিংহ এবং বোর্ডের কোষাধ্যক্ষ শ্রী শেখর জে মনকরণ। 

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে দিলীপ তির্কি বলেন, ‘আমরা প্রথমবার ভারতী হকির সাব জুনিয়র দল গঠন করতে চলেছি। ওদের অল্প বয়স থেকেই গড়ে তোলাটা আমাদের উদ্দেশ্য। সর্দার সিংহকে সাব জুনিয়র পুরুষ দলের কোচ এবং রানি রামপালকে সাব জুনিয়র মহিলা দলের কোচের পগে নিয়োগ করা হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘হকি ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি সবসময় ছোটদের উন্নতির জন্য কাজ করতে চেয়েছি। হকিতে ড্র্যাগ ফ্লিকার এবং ডিফেন্ডারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাই তরুণ বয়সেই ড্র্যাগ ফ্লিকারদের তৈরি করতে চাই। আমরা এই লক্ষ্যে এক প্রাক্তন ভারতীয় ড্র্যাগ ফ্লিকারেরও সাহায্য নিতে আগ্রহী।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: গায়ানায় তিলকের অর্ধশতরান হাতছাড়া নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া, প্রতিক্রিয়া জানালেন এবিডি, ভোগলে