Thunderstorm kills 4: প্রবল ঝড়বৃষ্টিতে বিপত্তি, একই জেলায় বজ্রাপাতের জেরে মৃত্যু ৪ জনের

গতকাল বিকেলের পর প্রবল ঝড়বৃষ্টির সাক্ষী থাকে পশ্চিম মেদিনীপুর। সঙ্গে হয় বজ্রপাত। এই আবহে বজ্রাঘাতে মৃত্যু হয় সেই জেলারই ৪ জনের। পাশাপাশি ঝড়বৃষ্টির জেরে আহত জেলার আরও তিনজন। জানা গিয়েছে, গড়বেতা দু’নম্বর ব্লকের ১০ নম্বর জোগারডাঙ্গা অঞ্চলে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় দু’জনের। মৃতদের নাম বিম মাণ্ডি এবং গৌতম নন্দী। অন্যদিকে খড়গপুর দু’নম্বর ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন তিনজন। মৃতদের নাম মমতা সাই এবং বরুণ দলুই।

এদিকে আজ, বুধবার পশ্চিমবঙ্গের তিনটি জেলায় অত্যধিক ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ভাসবে পশ্চিমবঙ্গের আরও একাধিক জেলা। কয়েকটি জেলায় আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের মাত্র একটি জেলায় ভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি হয়েছে সতর্কতা।

এদিকে উত্তরবঙ্গে বুধবার প্রবল বৃষ্টি হবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় অত্যধিক ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের নীচের তিনটি জেলায় বুধবার ভারী বৃষ্টি চলতে পারে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই আবহে ঝড়বৃষ্টির সময় সব জেলার মানুষকেই নিরাপদ স্থান আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।