New Credit Lines: অ্যাকাউন্টে টাকা নেই? নো টেনশন! UPI তে আসছে নয়া সুবিধা, ধার পাবেন আপনি

এবার বদল আসতে চলেছে ইউপিআইতে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া ঘোষণায় রয়েছে বিরাট চমক। UPI-এর সঙ্গে যুক্ত করা হচ্ছে প্রি অ্যাপ্রুভড লোন পরিষেবা। ঠিক কেমন হবে ব্যাপারটা?

Unified Payments Interface( UPI) এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রি স্য়াংশনড ক্রেডিট লাইনস। এক্ষেত্রে ব্যাপারটি ঠিক কেমন হবে?

 এক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টে কোনও টাকা না থাকলেও আপনি খরচ করতে পারবেন। অর্থাৎ যেভাবে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা না থাকলেও খরচ করেন সেভাবেই আপনি ইউপিআইয়ের মাধ্য়মে টাকা খরচ করতে পারবেন। মানে কোনও ক্ষেত্রে টাকা মেটানোর প্রয়োজন হলে সেটা আপনি ইউপিআইয়ের মাধ্যমে মেটাতে পারবেন।

কিন্তু কীভাবে আপনি এটা পাবেন?

এতে আপনাকে ক্রেডিট লাইন দেবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। সেজন্য আপনাকে ব্যাঙ্কের কাছে আবেদন করতে হবে। এরপর ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টের পরিস্থিতি খতিয়ে দেখবে। আপনি কতটা খরচ করতে পারছেন, আপনার অ্যাকাউন্টে কতটা টাকা থাকে, আপনার আয় কেমন, আপনি লোন কতটা পরিশোধ করতে পারেন এসব খতিয়ে দেখবে ব্যাঙ্ক। এরপর ব্যাঙ্ক আপনাকে ক্রেডিট লাইনের অনুমতি দেবে।

এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলেও আপনি পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ ঠিক যেমন করে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি অ্য়াকাউন্টে টাকা না থাকলেও আপনি পেমেন্ট করতে পারেন। তবে এটা ক্রেডিট কার্ড নয়। এটা ওয়ালেটও নয়। এটা হল ইউপিআইয়ের ক্রেডিট লাইন। আপনাকে ব্যাঙ্ক অনুমতি দিলে আপনিও অ্যাকাউন্টে টাকা না থাকলেও কেনাকাটা করতে পারবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সেই টাকা মিটিয়ে দিতে হবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা না মেটালে সুদের ধাক্কাও সামলাতে হতে পারে আপনাকে।