US Open Final: যুক্তরাষ্ট্র ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-গফ

<p style="text-align: justify;"><strong>ওয়াশিংটন:</strong> যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে উঠে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা ও কোকো গফ। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে এই ২ তরুণী মুখোমুখি হবেন খেতাবি লড়াইয়ে। ২ জনের কেউই এর আগে যুক্তরাষ্ট্র ওপেন জেতেননি। সেক্ষেত্রে ২ জনের কাছেই প্রথমবার এই খেতাব জয়ের সুযোগ থাকছে। বিশ্বের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাবালেঙ্কা আমেরিকার মেডিসন কিজ়কে হারিয়ে দিয়েছিলেন ০-৬, ৭-৬, ৭-৬ গেমে। অন্যদিকে গফ এই মুহূর্তে বিশ্বের ৬ নম্বর স্থানে রয়েছেন কোকো গফ। তিনি ক্য়ারোলিনা মুচোভাকে গফ হারালেন ৬-৪, ৭-৫ গেমে।&nbsp;</p>
<p style="text-align: justify;">চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কা। এটিই একমাত্র গ্র্যান্ডস্লাম এখনও পর্যন্ত বেলারুশের টেনিস সুন্দরীর কেরিয়ারে। তবে গফ এখনও পর্যন্ত কোনও গ্র্যান্ডস্লাম জেতেননি। ২৫-এর সাবালেঙ্কার বিরুদ্ধে বছর ১৯-এক গফ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তা দেখার।&nbsp;</p>
<p style="text-align: justify;">এদিকে, ইউ এস ওপেনের ফাইনালে চলে গেলেন ভারতের রোহন বােপান্না। পুরুষদের ডাবলসে অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গী করে বোপান্না স্ট্রেট সেটে হারিয়ে দিলেন নিকোলাস মাহুত ও পিয়ের হিউজ হারবার্ট জুটিকে। সেই ম্যাচে বোপান্নারা জয় পান ৭-৬, ৬-২ ব্যবধানে।&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>