Biden-Modi Meet: প্রতিরক্ষা, প্রযুক্তি সহ আর কী নিয়ে কথা মোদী -বাইডেনের? শুরু বৈঠক

প্রশান্ত ঝা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত জুন মাসে ওয়াশিংটন ডিসিতে তাঁদের মধ্যে দেখা হয়েছিল। ফের ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্য়ে বৈঠকের মাধ্যমে গত জুন মাসে যে আলোচনা হয়েছিল তার অগ্রগতিগুলি দেখা হবে। তার মধ্যে জেট ইঞ্জিন সংক্রান্ত চুক্তি, ড্রোন কেনা সংক্রান্ত বিষয়, ৫জি-৬জি সংক্রান্ত বিষয়, সিভিল নিউক্লিয়ার ডোমেন সংক্রান্ত বিষয়গুলি থাকছে।

সুলিভিয়ান জানিয়েছেন, সমস্ত বড় চ্য়ালেঞ্জগুলি মোকাবিলার জন্য তৈরি রয়েছে আমেরিকা। জি-২০ নিয়েও আমেরিকা উৎসাহী।

তিনি জানিয়েছেন, সমণ্বয়কারীরা রাত দিন কাজ করে চলেছেন। তবে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছনর আগে আরও অনেকটা পথ যেতে হবে। একটা যৌথ বিবৃতি দেওয়ার জন্য আমেরিকা তৈরি রয়েছে।

এদিকে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে যে এই জি২০ সামিটের সাইডলাইনে উঠে আসছে I2U2 গ্রুপিং এর কথা উঠে আসছে। সেই গ্রুপিংয়ে রয়েছে ভারত, ইজরায়েল, ইউএই, আমেরিকা সহ একাধিক দেশ। সুভিলিয়ান এই প্রসঙ্গে জানিয়েছেন, আমরা বিশ্বাস করি, মধ্য প্রাচ্য দিয়ে ভারতের সঙ্গে ইউরোপের যোগাযোগ এটা খুব গুরুত্বপূর্ণ। এর জেরে একাধিক অর্থনৈতিক সুবিধাও রয়েছে। এর জেরে কৌশলগত নানা সুবিধাও হবে। এর লাভ সবকটি দেশই পাবে।

এদিকে বাইডেন ও মোদীর বৈঠক প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠকটি হবে। এটা সেই আপনারা যেমন মনে করছেন দ্বিপাক্ষিক একটা সফর এমনটা নয়। এটা জি২০ সম্মেলন। এখানে উল্লেখযোগ্য় সংখ্য়ক বিশ্বনেতারা রয়েছেন। তবে এব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।