মালদা টাউনে থামবে রাজধানী এক্সপ্রেস, দাবি বিজেপির, মুখে কুলুপ রেলের

রাজ্যের প্রথম বন্দেভারত এক্সপ্রেসের স্টপেজ পাওয়ার উন্মাদনা কাটতে না কাটতেই রেলের তরফে মালদাবাসীর জন্য আরেকটা সুখবর। এবার রাজধানী এক্সপ্রেসের স্টপেজও পেতে চলেছেন তাঁরা। রেল সূত্রে এমনই খবর। রবিবার সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবেন রেলের আধিকারিকরা। তেমনটা হলে মালদাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। তবে কিছুটা বদলাতে হবে ট্রেনটির যাত্রাপথ।

বর্তমানে ২০৫০১ আগরতলা – আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস আগলতলা থেকে ছাড়ে সোমবার। নিউ জলপাইগুড়ি – কাটিহার হয়ে যায় ট্রেনটি। মালদা টাউনে এই ট্রেনের স্টপেজের দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছিলেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এর পরই ট্রেনটিকে মালদা টাউন হয়ে চালানোর পরিকল্পনা শুরু করে রেল। সেই পরিকল্পনা অবশেষে বাস্তবায়িত হতে চলেছে বলে খবর। মালদা টাউন স্টেশনে ১০ মিনিট দাঁড়াবে ট্রেনটি। তবে আপ ও ডাউন ট্রেনের সময় সারণি এখনও পাওয়া যায়নি। তবে ২টি ট্রেনই বিকেল ৪টে নাগাদ মালদা টাউনে পৌঁছবে বলে মনে করা হচ্ছে।

এব্যাপারে রেলের তরফে কিছু জানানো না হলেও বিজেপি বিষয়টিকে নিয়ে প্রচারে নেমে পড়েছে। রবিবার থেকেই মালদা টাউনের টিকিট কাটা যাবে বলেও সূত্রের খবর।