Asia Cup 2023: Washington Sundar Called As Back Up For Axar Patel Ahead Of Final

কলম্বো: রাত পোহালেই এশিয়া কাপের ফাইনাল (Asia Cup 2023 Final)। খেতাব লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল (Indian Cricket Team)। একদিকে যেখানে ভারতের সামনে নিজেদের এশিয়া কাপের সর্বাধিক খেতাব জয়ের কৃতিত্ব ধরে সুযোগ। সেখানে শ্রীলঙ্কার সামনে সপ্তম এশিয়া কাপ জিতে ভারতের কৃতিত্বে ভাগ বসানোর হাতছানি। এই ফাইনালের আগেই ভারতীয় দলে যোগ দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর। অক্ষর পটেলের ব্যাকআপ হিসাবেই ডাকা হয়েছে তাঁকে।

গতকাল, শুক্রবারই বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের শেষ সুপার ফোরের ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই নিয়মরক্ষার ম্যাচে ছয় রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। এই ম্যাচেই ব্যাটিং করার সময় অক্ষর পটেলের হাতে চোট লাগে। সেই কারণেই ওয়াশিংটনকে ব্যাকআপ হিসাবে ডেকে নেওয়া হয়েছে। তবে অক্ষরের ফিটনেস নিয়ে টিম ইন্ডিয়ার তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অক্ষর এখনও অবধি চলতি এশিয়া কাপের দুইটি ম্যাচ খেলেছেন। দুই ম্যাচে তিনি মোট ৬৮ রান করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত দলকে জয় এনে দিতে ব্যর্থ হন তিনি। অক্ষরের মতো ওয়াশিংটনও কিন্তু অলরাউন্ডার। তিনি স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করেন। ভারতের হয়ে ১৬টি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে একটি অর্ধশতরানসহ ২৩৩ রান করার পাশাপাশি ১৬টি উইকেট নিয়েছেন ওয়াশিংটন। 

ফাইনালের আগে উদ্বেগ বাড়ল শ্রীলঙ্কা শিবিরেও। দ্বীপরাষ্ট্রের অন্যতম সেরা স্পিনার মাহিশ তিকশানার চোট। এশিয়া কাপ ফাইনালে অক্ষরের খেলা বা না খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও, তিকশানা যে খেলবেন না, তা নিশ্চিত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শনাকা জানিয়েছেন লঙ্কান স্পিনারের গ্রেড থি ইনুজির হয়েছে। সামনেই বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট। 

এশিয়া কাপ ফাইনালে খেলতে না পারলেও বিশ্বকাপের আগে কিন্তু তিকশানা ফিট হয়ে উঠবেন বলেই লঙ্কান ম্যানেজমেন্টের তরফে আশা করা হচ্ছে। তাঁর চোট খুব একটা গুরুতর নয়। বিশ্বকাপ না থাকলে তাঁকে এশিয়া কাপের ফাইনালেও দেখা যেতে পারত। তবে মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখেই তাঁকে সম্পূর্ণ ফিট করে মাঠে নামাতে আগ্রহী শ্রীলঙ্কা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ‘বিশ্বকাপের আগে এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে’, ভারতের বিরুদ্ধে হারের পর বললেন শাকিবদের কোচ