Jaishankar met Modi on Canada issue: কনাডার সঙ্গে কূটনৈতিক সংঘাত চরমে, এরই মাঝে মোদীর সঙ্গে বৈঠক করলেন জয়শংকর

গত পরশু ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করেছিল কানাডা। এরপর গতকাল ভারতও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে। এই কূটনৈতিক সংঘাতের আবহে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একান্তে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি নিজে সারাজীবন কূটনীতিক ছিলেন। অবসরের পর তিনি এখন রাজনীতিক হয়েছেন। এই আবহে এই পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে মোদীর সঙ্গে আলোচনা হয় জয়শংকরের। প্রসঙ্গত, গত জুন মাসে কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর সঙ্গে যোগ থাকার অভিযোগে এক কূটনীতিকে বহিষ্কার করে কানাডা। সেদেশের বিদেশমন্ত্রী বহিষ্কৃত কূটনীতিকের পরিচয় প্রকাশ করেননি। তবে তাঁরই অফিসের এক আধিকারিক মিডিয়াতে সেই বহিষ্কৃত কূটনীতিকের নাম ও পরিচয় প্রকাশ করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দূতাবাসে কর্মরত উচ্চপদস্থ যে কূটনীতিককে কানাডা সরকার বহিষ্কৃত করেছে, তাঁর নাম পবন কুমার রাই। মার্কিন সংবাদ চ্যানেল সিবিএস-এর রিপোর্ট অনুযায়ী, কানাডার বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানান, পবন কানাডায় রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের প্রধান ছিলেন। এবং অভিযোগ উঠেছে, নিজ্জরের মৃত্যের নেপথ্যে ছিলেন তিনি। এই আবহে ভারতে নিযুক্ত কানাডার গুপ্তচর প্রধানকেও বহিষ্কার করেছে ভারত। জানা যায়, কানাডার যে কুটনীতিককে বহিষ্কার করা হয়েছে, তিনি এদেশে নিযুক্ত কানাডর গুপ্তচর প্রধান অলিভার সিলভেস্টার।

এদিকে কানাডা থেকে ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা এবং খলিস্তানি জঙ্গি যোগের অভিযোগের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলে, কানাডার মাটিতে যে ভারত বিরোধী কার্যকলাপ চলছে তা অত্যন্ত উদ্বেগের। কানাডা সরকারের উচিত সেই সব কার্যকলাপ বন্ধ করা। এবং কানাডায় এমনিতেই হত্যা এবং অন্যান্য সংগঠিত অপরাধ ঘটেই থাকে। এই আবহে কোনও হত্যার সঙ্গে ভারতকে যুক্ত করার প্রচেষ্টা অমূলক। খলিস্তানিদের বাড়বাড়ন্ত থেকে নজর ঘোরাতেই এটা করা হচ্ছে। এর আগে সম্প্রতি জি২০ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসে খলিস্তান ইস্যুতে মোদীর কাছে কথা শুনতে হয়েছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। এদিকে ঘরোয়া রাজনীতির সমীকরণের কথা মাথায় রেখে নিজের আগের অবস্থানেই অনড় থেকেছিলেন জাস্টিন ট্রুডো। আর এরই মাঝে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টের যোগ আছে বলে দাবি করেন জাস্টিন ট্রুডো।