Tim Southee Undergo Surgery Thumb Call On ODI World Cup 2023 Availability Taken Next Week

অকল্যান্ড: গত বিশ্বকাপের রানার্স তারা। এবারও ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) অন্যতম ফেভারিট হিসাবে অভিযান শুরু করবে নিউজ়িল্যান্ড। আর টুর্নামেন্ট শুরুর আগেই দলের তারকা পেসারকে নিয়ে চিন্তায় কিউয়ি শিবির।

দলের অন্যতম প্রধান পেসার টিম সাউদির (Tim Southee) অস্ত্রোপচার হবে বৃহস্পতিবার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন সাউদি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা পেসারের হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। বৃহস্পতিবার মানে ২১ সেপ্টেম্বর। অর্থাৎ বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক ১৩ দিন আগে। আর সেই খবর জানাজানি হতেই কিউয়ি শিবিরে উদ্বেগ। বিশ্বকাপে টিম সাউদিকে পাওয়া যাবে তো? যদিও নিউজ়িল্যান্ড শিবির হাল ছাড়তে নারাজ।

লর্ডসে ফিল্ডিং করার সময় স্লিপে দাঁড়িয়ে জো রুটের ক্যাচ ধরতে গিয়ে সাউদির ডানহাতের বুড়ো আঙুল ভেঙে যায়। ডিসলোকেটও হয়ে যায়। বিশ্বকাপে তাঁকে আদৌ পাওয়া যাবে কি না, তা নির্ধারিত হবে আগামী সপ্তাহের শুরুতে।

নিউজ়িল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আমরা আশায় রয়েছি যে, টিমের আঙুলের অস্ত্রোপচার সফল হোক। ওর ডান হাতের বুড়ো আঙুলে পিন বা স্ক্রু লাগানো হবে। অস্ত্রোপচার সফল হলে শুধু দেখা হবে টিম যন্ত্রণা সহ্য করতে পারছে কি না। ট্রেনিং ও খেলায় ফিরলে ব্যথাটা কীরকম থাকে সেটাও দেখা হবে।’

বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের প্রথম ম্যাচ ৫ অক্টোবর। আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে। যে ম্য়াচকে গত বিশ্বকাপের রিপিট টেলিকাস্ট বলা হচ্ছে। কারণ, ২০১৯ বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল এই দুই দল। কিউয়ি কোচ বলেছেন, ‘বিশ্বকাপে আমাদের উদ্বোধনী ম্যাচ আমদাবাদে ৫ অক্টোবর। আমরা সেই ম্যাচের আগে টিমকে পেতে চাইছি। টিম আমাদের দলের ভীষণ অভিজ্ঞ ক্রিকেটার। দারুণ গুরুত্বপূর্ণও। আমরা ওকে বিশ্বকাপের দলে থাকার সবরকম সুযোগ দিতে চাই।’

প্রসঙ্গত, সাউদি হলেন নিউজ়িল্যান্ডের হয়ে ওয়ান ডে-তে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ৩৩.৬০ গড়ে ওয়ান ডে ক্রিকেটে ২১৪ উইকেট রয়েছে সাউদির। গত তিনটি বিশ্বকাপে তিনি নিউজ়িল্যান্ড দলের অংশ ছিলেন। এবারের বিশ্বকাপের দলে চার পেসার রেখেছে নিউজ়িল্যান্ড। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসনের সঙ্গে পেস আক্রমণ সামলানোর দায়িত্ব ছিল সাউদির। এসিএল-এর চোট সারিয়ে দলে ফিরেছেন কেন উইলিয়ামসনও (Kane Williamson)। তবে বিশ্বকাপের শুরু থেকে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ও ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজ়িল্যান্ড।

আরও পড়ুন: ট্রেনের মধ্যে নাচ রণবীর-ধনশ্রীর, মুক্তির দিনই ঝড় তুলল দিল জশন বোলে…

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial