IND Vs AUS 1st ODI: Suryakumar Yadav Claims He Was Dreaming Of Playing An Innings Like He Did In Mohali Since Debut

মোহালি: টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) হলেও, ওয়ান ডে ক্রিকেটে বিগত বেশ কয়েকদিন ধরে কিছুতেই রান পাচ্ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে অবশেষে একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের পর ব্যাট হাতে ৫০ ওভারের ফর্ম্যাটে রান পেলেন সূর্য। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাঁর ও রাহুলের ৮০ রানের পার্টনারশিপই প্রথম ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS 1st ODI) ভারতের জয় সুনিশ্চিত করে। 

সূর্যকুমার ম্যাচ শেষ করতে না পারলেও, ৪৯ বলে ৫০ রান করে তিনি যখন আউট হন, ততক্ষণে ভারতের (Indian Cricket Team) জয় ছিল কার্যত সময়ের অপেক্ষা। ওয়ান ডে অভিষেক ঘটানোর পর থেকেই তাঁর এই ধরনের একটা ইনিংস খেলার স্বপ্ন ছিল বলেই জানান সূর্যকুমার। ম্যাচের পর ভারতের তারকা ব্যাটার বলেন, ‘এই ফর্ম্যাট খেলা শুরু করার পর থেকেই এই ধরনের ইনিংস খেলা আমার স্বপ্ন ছিল। আমি শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জিতিয়েই ক্রিজ় ছাড়ার চেষ্টায় ছিলাম। সেটা করতে পারিনি বটে, আজকের ফলাফলে আমি খুব খুশি।’

টি-টোয়েন্টিতে ভাল পারফর্ম করলেও ওয়ান ডেতে পরপর বড় রান করতে ব্যর্থ হওয়ায় বেশ সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল সূর্যকে। বেশি হড়বড় করতে গিয়েই গণ্ডগোল করছিলেন বলে মত সূর্যকুমারের। ‘এই ফর্ম্যাটে কেন সাফল্য পাচ্ছি না, সেটা নিয়ে বেশ চিন্তাভাবানা করেছি। দল, বোলার সবই তো এক। নিজের ব্যাটিং খুঁটিয়ে দেখার পর আমার মনে হয় যে আমি হয়তো একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলছি। তাই একটু দেখেশুনে খেলার সিদ্ধান্ত নিয়েছি। এই মনে হয় প্রথমবার আমার গোটা ইনিংসে একটাও স্যুইপ মারিনি। এভাবেই ব্যাটিং করে যেতে চাই। শেষ পর্যন্ত টিকে থেকে ভারতীয় দলকে আরও অনেক ম্যাচ জেতাতে চাই।’ বলেন তিনি।

এদিন দুই তরুণ ওপেনার শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড় ভারতের হয়ে ব্যাট হাতে শুরুটা দুর্দান্তভাবে করেন। দুইজনে ব্যক্তিগত অর্ধশতরান তো হাঁকানই, পার্টনারশিপে যোগ করেন ১৪২ রান। ওপেনারদের ব্যাটিং যে তিনি খুবই উপভোগ করেছেন, তা বলতে বিন্দুমাত্র সংকোচ করেনন সূর্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ‘চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলাটা জরুরি’, মোহালিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে মত রাহুলের