Nikhat Zareen Begins Asian Games Campaign With Dominant Get To Know

হাংঝাউ: এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নিখাত জারিন। ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন এই ভারতীয় মহিলা বক্সার। ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত চলতি এশিয়ান গেমসে পদক জয়ের অন্যতম দাবিদার। এদিনের ম্য়াচে উল্টোদিকে থাকা থি ট্যাম এনগুয়েনকে একপ্রকার দাঁড়াতেই দিলেন না নিখাত। এদিন খেলার দ্বিতীয় রাউন্ডের শেষেই বিচারকরা জয়ী ঘোষণা করেন জারিনকে। এবার ৫০ কেজি বিভাগে লড়াইয়ে নেমেছেন ভারতের ২৭ বছরের এই বক্সার।

রবিবারের শুরুটা ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় দলের শ্যুটারদের জন্য বেশ ভালভাবেই হয়েছিল। দিনের শুরুর দিকেই মেহুলি ঘোষ (Mehuli Ghosh), রমিতা জিন্দাল (Ramita Jindal) ও আশি চৌকসির ভারতীয় মহিলা দল ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জিতেছিলেন। এই ত্রয়ীর মধ্যে মেহুলি ও রমিতার সামনে দিনের দ্বিতীয় পদক জয়ের হাতছানিও ছিল। তবে রমিতা পারলেও, পারলেন না মেহুলি।

১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগের ফাইনালে খেতাবের জন্য লড়াই করারও যোগ্যতা অর্জন করেছিলেন রমিতা ও বঙ্গতনায় মেহুলি। রমিতা তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জপদক জিততে সক্ষম হলেও, অল্পের জন্য পোডিয়াম হাতছাড়া করলেন মেহুলি। এলিমিনেশন স্টেজের চার সিরিজের পর হুগলির মেয়ের থেকে রমিতা ০.২ পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে তিনি এই দূরত্বটা আরও বাড়িয়ে ০.৭ পয়েন্ট করে ফেলেন এবং ফলত মেহুলিকে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়।

রমিতা কোয়ালিফায়ার রাউন্ডে ৬৩১.৯ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। চিনের হ্যান জিয়াউ একে ছিলেন। তবে দুইজনের কেউই সোনা জিততে পারলেন না। জিয়াউ দ্বিতীয় এবং রমিতা তৃতীয় স্থানে শেষ করেন। চিনেরই হুয়াং ইউটিং সোনা জেতেন। তিনি এশিয়ান গেমসে নতুন রেকর্ড, ২৫২.৭ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জেতেন। 

এর আগে আজ সকালেই দলগত বিভাগে রুপো জিতেছিলেন মেহুলিরা। মেহুলি ও রমিতা ছাড়াও এই দলে রয়েছেন আশি চৌকসি। তিনজনে দুরন্ত পারফরম্যান্স করে মোট ১৮৮৬.০ পয়েন্ট অর্জন করে। সোনা হাতছাড়া হল মেহুলিদের। প্রথম স্থানে শেষ করে চিন। এশিয়ান রেকর্ড গড়ে চিন ১৮৯৬.৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে শেষ করেন তাঁরা। এটাই এবারের এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক। এশিয়ান রেকর্ড গড়ে চিন। ১৮৯৬.৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে শেষ করেন তাঁরা।