Bangla Jokes collection: উৎসবের মেজাজ যেন শেষ না হয়! হাসুন প্রাণভরে, পড়ুন দিনের সেরা ৫ জোকস

১। শিক্ষক: (প্রচণ্ড রেগে গিয়ে) রনি! এই নিয়ে এ সপ্তাহে পঞ্চমবার তোমাকে শাস্তি দিতে হচ্ছে। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে?

রনি: হ্যাঁ, স্যর।

শিক্ষক: কী?

রনি: ভাগ্যিস, সপ্তাহে শনি আর রবি, এই দু’দিন ইস্কুল বন্ধ থাকে!

(আরও পড়ুন: কাজের চাপ কমে যাব হুশ করে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

২। পল্টু: জানিস, ম্যানেজার সাহেব আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।

সন্টু: কেন?

পল্টু: তিন দিন অফিসে যাইনি তাই।

সন্টু: ম্যানেজার সাহেবকে বলে দিলেই পারতি যে তোর বাবা অসুস্থ হয়েছে।

পল্টু: এ কথা উনি বিশ্বাস করতেন না।

সন্টু: কেন, কারও কি বাবা মারা অসুস্থ হয় না?

পল্টু: অসুস্থ তো অবশ্যই হয়, কিন্তু ম্যানেজার সাহেবই যে আমার বাবা।

(আরও পড়ুন: ছুটি তো শুরু হয়ে গেল বলে, এবার মুখে থাকুক হাসি! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। কার পেশা আগে এসেছে—এ নিয়ে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর একজন উকিল খোশগল্পে মেতেছেন। 

ডাক্তার বললেন, ‘সবার আগে মানুষ এসেছে। আমরা মানুষের রোগ নিয়ে কাজ করি, তাই চিকিত্সা পেশাটাই সবচেয়ে প্রাচীন।’ 

ইঞ্জিনিয়ার কিছুতেই মানতে রাজি নন, ‘কিন্তু মানুষ আসার আগে তো তাদের ঘরবাড়ি বানাতে হয়েছে নাকি! তাহলে তো ইঞ্জিনিয়ারই আগে আসে।’ 

এবার উকিলের পালা, ‘তো মশাই, বাড়ি বানানোর আগে তো মামলা-মোকদ্দমা করে মানুষকে জমির মালিক হতে হয়েছে, তাই না? তাহলে এবার আপনারাই বলুন, কার পেশাটা আগে আসে?’

(আরও পড়ুন: পুজো শেষ! কিন্তু তা বলে হাসি যেন না থামে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৪। লন্ডনের হাউজ পার্কে বসে এক তরুণ-তরুণী ভবিষ্যতের সুখ স্বপ্ন রচনার বিভোর। প্রেয়সীর হাতে জোরে চাপ দিয়ে তরুণ বলল, আমি সব কিছু ভেবে রেখেছি। এমনকী তোমার জন্য একটা জীবন বীমা করে রেখেছি, যাতে আমার কিছু ঘটলে তোমার কিছু অসুবিধা না হয়।

–সত্যিই করেছে? সুন্দর… কিন্তু যদি কিছু না ঘটে, তবে আমার উপায় কী হবে ?

(আরও পড়ুন: দেবীপক্ষের সকাল, তার উপর রবিবার! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৫। মা ঘরে ঢুকে দেখেন, ছেলে পায়ে ব্যান্ডেজ করছে।

: কী হয়েছে!

: ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছি।

: কই আমি তো তোমার কান্নার শব্দ শুনতে পেলাম না।

: আমি তো ভেবেছি তুমি ঘরে নেই।