Rajnath Singh: বদলাচ্ছে বিশ্ব, নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি থাকুন, কমান্ডারদের জানিয়ে দিলেন রাজনাথ সিং

গোটা বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শীর্ষ কমান্ডারদের জানিয়ে দিলেন, গোটা বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতির যে বদল হচ্ছে তার দিকে নজর রাখুন। দুদিনের ইন্ডিয়ান এয়ারফোর্সের কমান্ডার্স কনফারেন্সের সূচনাপর্বে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তপোক্ত করার ব্যাপারে তিনি মতামত দেন। ড্রোনের ব্যবহার নিয়েও তিনি মতামত দেন। 

রাজনাথ সিং কনফারেন্সে কমান্ডার্সদের জানিয়েছেন, বিশ্বের সুরক্ষা সংক্রান্ত ব্যাপারে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। এই ধরনের বিষয়গুলিকে সঠিকভাবে মোকাবিলা করার জন্য় আমরা তৈরি। 

অন্য়দিকে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী ও অন্যান্য কমান্ডার্সরা চিন ও পাকিস্তানের সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। রাজনাথ সিং তাঁর বক্তব্যে যৌথভাবে পরিকল্পনা তৈরি করা ও যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার উপর গুরুত্ব দেন। 

সেই সঙ্গেই বায়ুসেনার কমান্ডারদের কাছে তিনি আবেদন করেন এই যে গোটা বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতির দ্রুত বদল হচ্ছে ও সেটা ভারতীয় প্রেক্ষাপটে তা যাচাই করা দরকার। খবর এনডিটিভি সূত্রে ।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আকাশপথে যুদ্ধের ক্ষেত্রে নতুন ট্রেন্ড উঠে আসছে। প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য এটা থেকে শিক্ষা নেওয়া দরকার। 

প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় বায়ুসেনাকে জানিয়েছেন, এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও মজবুত করার উপর ফোকাস করুন। ড্রোনের ব্যবহার ও ভারতীয় আকাশকে রক্ষার উপর সবসময় গুরুত্ব দিতে হবে। 

অন্যদিকে হিমাচল প্রদেশে, সিকিমে সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় যেভাবে ভারতীয় বায়ুসেনা ঝাঁপিয়ে পড়েছিল তার প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। 

এয়ার ফোর্স ডে প্যারেড ও উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এয়ার ডিসপ্লেকে সফলভাবে পরিচালনা করার ক্ষেত্রে এয়ারফোর্সকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। 

ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইজরায়েল হামাস যুদ্ধ কার্যত গোটা বিশ্বের সামনে একাধিক প্রশ্নচিহ্ন হাজির করেছে। গোটা বিশ্বের ভূ রাজনৈতিক ক্ষেত্রেও নতুন করে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে।