Dilip Ghosh: তৃণমূলের অবস্থা এঁদো পুকুরের মতো, পাপের ভাগী সবাই: দিলীপ ঘোষ

তৃণমূলের অবস্থা এখন এঁদো পুকুরের মতো। রবিবার অমৃত কলস যাত্রা শেষে কলকাতায় সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

এদিন দিলীপবাবু বলেন, ‘বাংলার নেতা – মন্ত্রী সব চোর। তৃণমূল যেখানে আছে সেই জায়গাটা এঁদো পুকুরের মতো হয়ে গেছে। এঁদো পুকুরে রুই – কাতলা থাকে না। থাকে চ্যাং, মাগুর, শোল, বোয়াল, পাঁকালের মতো মাছ। আজ তেমনই শোল – বোয়াল ঘুরে বেড়াচ্ছে। দিদিমণি আপনার বিরাট অবদান। আপনি মাগুর মাছ ওয়ালাকে জেলা সভাপতি বানিয়ে ৫৫০ কোটি টাকার মালিক বানিয়েছেন। যে মুরগি কাটত সে দেড়শ কোটি টাকার মালিক। যে রেশনের দোকানদার ছিল তার সবেমাত্র এক দেড়শো কোটি টাকা পাওয়া গেছে। গোনা চলছে, জানি না কোথায় যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘দিদি আপনি বাংলাকে পার্থবাবুর মতো মন্ত্রী দিয়েছেন, জ্যোতিপ্রিয়র মতো মন্ত্রী দিয়েছেন। কেষ্টর মতো নেতা দিয়েছেন। মানিকবাবুর মতো নেতা দিয়েছেন। তাদের জন্য আপনি গর্ব করতে পারেন, কিন্তু আমরা করি না। আপনি আর আপনার ভাইয়েরা এই চোরেদের বাঁচানোর জন্য মিছিল করেন। এই পাপের ভাগী আপনারা সবাই’।