IND Vs ENG: Mohammed Shami Lights Up Lucknow Crowd With Stunning Bowling

লখনউ: এশিয়া কাপে ভারতীয় দলের (Indian Cricket Team) প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম চার ম্যাচেও টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে পারেননি মহম্মদ শামি (Mohammed Shami)। তবে তিনি যে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার, সুযোগ পেয়েই তা বকলমে বুঝিয়ে দিলেন শামি।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম সুযোগ পেয়েই নিয়েছিলেন পাঁচ উইকেট এবার, ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ের একানা স্টেডিয়ামে নিলেন চার উইকেট। তাঁর আগুনে বোলিংয়েই ছারখার হয়ে গেল ইংল্যান্ড দল। মাত্র ২৩০ রান তাড়া করতে নেমেও ১২৯ রানেই অল আউট হয়ে গেলেন জস বাটলাররা। এদিন নতুন বল হাতে বুমরা প্রথমে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামানো শুরু করেন। এরপরে প্রথম চেঞ্জ বোলার হিসাবে শামি বল হাতে নেন।

বল হাতে নিয়েই ইংল্যান্ডের তারকা বেন স্টোকসকে বোল্ড করেন শামি। এরপর জনি বেয়ারস্টোকে আউট করেন তিনি। নতুন বল হাতে ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর। নিজের দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই সাফল্য এনে দেন শামি। মঈন আলিকে ১৫ রানে ফেরান তিনি। আদিল রশিদকে ১৩ রানে আউট করেন তিনি। সাত ওভারে ২২ রানের বিনিময়ে চার উইকেট নেন শামি। পাঁচ উইকেট নিতে না পারলেও নতুন ইতিহাস গড়েন তিনি। দ্রুততম বোলার হিসাবে মাত্র ১৩ ইনিংসে ৪০টি উইকেট নিলেন শামি।

ভাঙল কোহলির দৌড়

সীমিত ওভারের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে সবসময় একেবারে শীর্ষের দিকে বিরাট কোহলির (Virat Kohli) নাম আসবেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনি সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ান ডে ক্রিকেটেও সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় উপরের সারিতে রয়েছেন তিনি। বিশ্বকাপেও তাঁর রেকর্ড নজরকাড়া। তবে রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে তাঁর দীর্ঘদিনের এক রেকর্ড ভাঙল।

চলতি বিশ্বকাপে লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। সেই ম্যাচেই ডেভিড উইলির বলে বড় শট হাঁকাতে গিয়ে মিড অফের হাতে ধরা দেন তিনি। বেন স্টোকস ধরেন ক্যাচ। এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে (টি-টোয়েন্টি এবং ওয়ান ডে) খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হল ‘কিং কোহলি’কে। এর আগে বিশ্বকাপের মঞ্চে নাগাড়ে ৫৬টি ইনিংসে অন্তত এক রান করেছেন কোহলি। তবে সেই দুরন্ত দৌড় থামল লখনউয়ের একানা স্টেডিয়ামেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ম্যাজিক ডেলিভারিতে বাটলারকে বোল্ড করে হই চই ফেলে দিলেন কুলদীপ, বিশ্বকাপের সেরা বল?