মেট্রোরেলে ৮ মিনিটে ফার্মগেট থেকে সচিবালয়ে মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মেট্রোরেল চালু হওয়ায় ঢাকা মহানগরে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে মেট্রোরেলে চড়ে মাত্র ৮ মিনিটে ফার্মগেট স্টেশন থেকে সচিবালয় স্টেশনে এসে পৌঁছান তিনি। মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান এই প্রবীণ রাজনীতিক।

রাশেদ খান মেনন, ‘মেট্রোরেলের কারণে জনসাধারণ সহজেই কম সময়ে ঢাকা মহানগরের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে আসা-যাওয়া করতে পারবেন। দেশের যোগাযোগ ও উন্নয়ন প্রক্রিয়ায় এটি একটি মহতি উদ্যোগ।’

তিনি বলেন, ‘এই সরকারের আমলে যে সব উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে মেট্রোরেল তার সঙ্গে একটি নতুন ধারার সংযোজন করেছে। জনগণ এর সুফল ভোগ করবেন।’

মেট্রোরেলে সংক্ষিপ্ত সময়ের ভ্রমণে তার সহযাত্রী ছিলেন— বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, আলী আহমেদ এনামুল হক এমরান ও পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাদাকাত হোসেন খান বাবুল। বাংলাদেশ সচিবালয় গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পার্টির ঢাকা মহানগর দক্ষিণের  নেতারা।।