Virat Kohli | IND vs SA: বিশ্বকাপে সবচেয়ে বেশি রান লিটল মাস্টারের, এখন কত নম্বরে এলেন কিং কোহলি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে জয়ের সরণিতেই থেকেছে টিম ইন্ডিয়া। (INDIA vs South Africa, World Cup 2023)! গত রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) শক্তিশালী রামধনু দেশকেও মাটি ধরিয়ে দিয়েছে নীল জার্সিধারীরা। টানা আট ম্য়াচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। আর এই ম্য়াচেই বিরাট কোহলি (Virat Kohli) ঐতিহাসিক মাইলস্টোন তৈরি করেছেন। ৪৯ তম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) স্পর্শ করেছেন। লকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের ব্য়াট থেকে এসেছে অপরাজিত ১০১ রানের ইনিংস। রেকর্ড সেঞ্চুরি করতে বিরাট ১২১টি বল খেলেছেন।

আরও পড়ুন: Virat Kohli | IND vs SA: ‘কোহলি স্বার্থপর’! প্রাক্তন তারকার বার্তা ঝড় তুলে দিল নেটপাড়ায়

কলকাতায় রাজকীয় ইনিংস খেলে বিরাট আরও একটি রেকর্ড করেছেন। বিশ্বের চতুর্থ ব্য়াটার হিসেবে কাপযুদ্ধে ১৫০০ রানের গণ্ডি টপকেছেন। বিরাট পিছনে ফেলেছেন দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি কুমার সঙ্গাকারাকে। বিশ্বকাপের সর্বাধিক রানশিকারিদের তালিকায় সঙ্গাকে টপকে বিরাট চলে এসেছেন তিনে। তাঁর আগে শুধুই রিকি পন্টিং ও সচিন। কোহলি আগেই আরও একটি রেকর্ড করেছেন। একক বিশ্বকাপের আসরে ১৭তম ব্য়াটার হিসেবে ৫০০ রান পার করেছিলেন। সচিন ও রোহিত শর্মার এই নজির রয়েছে। সচিন এই কীর্তি দু’বার করেছিলেন। চলতি বিশ্বকাপে ৫০০-র বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। 

২০২০-২০২২। জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন বিরাট। রান কী জিনিস, সেটাই ভুলে গিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা ব্য়াটার। দেশের কিংবদন্তি প্রাক্তনরা আওয়াজ তুলেছিলেন কোহলিকে দল থেকে বাদ দেওয়ার জন্য়। কাট টু ২০২৩। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১১৫৫ রানের সঙ্গেই পাঁচটি সেঞ্চুরি। কোহলি ফিরেছেন স্বমহিমায়। বাইশ গজে ফের ব্য়াট শাসনে বোলারদের ঘুম উড়িয়ে দিচ্ছেন ফুঁ দিয়ে। চলতি বিশ্বকাপে বিরাটের ব্য়াট আগুন ঝলসাচ্ছে। আট ম্য়াচে তিনি করে ফেলেছেন ৫৪৩ রান। জোড়া সেঞ্চুরি ও চারটি অর্ধ-শতরান করে ফেলেছেন বিরাট। এই মুহূর্তে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানশিকারি তিনি। 
 
বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রানশিকারিদের তালিকা:

সচিন তেন্ডুলকর ৪৪ ইনিংসে ৫৬.৯৫-এর গড়ে করেছেন ২২৭৮ রান। সর্বোচ্চ-১৫২
রিকি পন্টিং ৪২ ইনিংসে ৪৫.৮৬-এর গড়ে করেছেন ১৭৪৩ রান। সর্বোচ্চ ১৪০*
বিরাট কোহলি ৩৪ ইনিংসে ৫৮.১৮-এর গড়ে করেছেন ১৫৭১ রান। সর্বোচ্চ ১০৭
কুমার সঙ্গাকারা ৩৫ ইনিংসে ৫৬.৭৪-এর গড়ে করেছেন ১৫৩২ রান। সর্বোচ্চ ১২৪
রোহিত শর্মা ২৫ ইনিংসে ৬১.৭৩-এর গড়ে করেছেন ১৪২০ রান। সর্বোচ্চ ১৪০

আরও পড়ুন: WATCH | Virat Kohli: অনুষ্কার ‘গানে’ দুরন্ত নাচ, আইকনিক পোজে শাহরুখকে শ্রদ্ধা! ইডেন মাতালেন বিরাট

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)