ODI World Cup 2023 Get To Know These Leading Wicket Takers For This Edition Adam Zampa Tops In List 3 Indians In Top 10

কলকাতা : বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি (Highest Wicket Taker in World Cup 2023) হওয়ার হওয়ার দৌড়ে প্রথম দশের মধ্যে ঢুকে পড়লেন রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যে যে দৌড়ে রয়েছেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহও। খুব একটা পিছিয়ে নেই কুলদীপ যাদব, মহম্মদ সিরাজও। সবমিলিয়ে দুরন্ত ছন্দে ছুটে চলা ভারতীয় ব্রিগেডের বোলিং বিভাগের সকলেই রয়েছেন বিশ্বকাপের মঞ্চে বোলারদের তালিকায় সেরার সেরা হওয়ার দৌড়ে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের স্পিন সহায়ক উইকেটে জ্বলে উঠেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ৯ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছেন জাড্ডু। মূলত তাঁর বোলিং বিক্রমেই মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ২৪৩ রানের বিশাল ব্যবধানে জেতে ভারত। একদিনের ক্রিকেটে দুই দেশের লড়াইয়ে যা ভারতের সবথেকে বড় জয়। ইতিহাসের পাতা ভরানোর পাশাপাশি ভারতীয় বোলাররা যেমন দলকে এগিয়ে নিয়ে চলেছেন, তেমনই প্রায় প্রত্যেকেই প্রবলভাবে রয়েছেন, সর্বাধিক উইকেট শিকারি হয়ে ওঠার দৌড়ে। ৫ উইকেট পেয়ে মোট ১৪ উইকেট নিয়ে তালিকায় ৯ নম্বরে উঠে এসেছেন জাড্ডু।

এই মুহূর্তে বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় সবার উপরে রয়েছেন অ্যাডাম জাম্পা (Adam Zampa)। এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১৯ উইকেট নিয়ে তালিকার এক নম্বরে অজি স্পিনার। ১৮ উইকেট পেয়ে তালিকায় দুই নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার দিলসান মাদুশঙ্কা (Dilshan Madushanka)। তিনে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন (Marco Jansen)। ঝুলিতে রয়েছে ১৭ উইকেট। 

প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে জোড়া উইকেট নিয়েছেন শামি। যার ফলে চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধে সবমিলিয়ে মোট ১৬ উইকেট হয়ে গিয়েছে ভারতীয় পেসারের। বর্তমানে বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায়, ভারতীয়দের মধ্যে সবার থেকে এগিয়ে তিনিই। শামির ঠিক পরেই ভারতীয়দের মধ্যে দ্বিতীয় ও তালিকায় ছয় নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বুম বুমের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে মোট ১৫ উইকেট। তালিকায় পাঁচে রয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। তাঁর ঝুলিতেও ১৫ উইকেট।

এদিকে, জাদেজার মতোই মতোই ১৪ টি উইকেট মিচেল স্যান্টনার ও গেরাল্ড কোয়েৎজের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুই বোলার যথাক্রমে সাত ও আট নম্বরে রয়েছেন। তালিকায় দশে পাকিস্তানের হ্যারিস রউফ। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে জোড়া উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদবও (Kuldeep Yadav)। ঝুলিতে মোট ১২ উইকেট নিয়ে তালিকায় বর্তমানে ১৩ নম্বরে ভারতীয় স্পিনার। আর এখনও পর্যন্ত বিশ্বকাপে ১০ জন ব্যাটারকে প্যাভিলিয়ানে পাঠিয়ে তালিকার ২০ নম্বরে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

আরও পড়ুন- শীর্ষে পৌঁছনোর হাতছানি বিরাটের, বিশ্বকাপের সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় কে কোথায় ?