বরিশালে বাদ পড়লেন দুই সংসদ সদস্য

বরিশালের ছয়টি আসনের মধ্যে দুটিতে নতুন মুখ এবং গত বছর জোটের দেওয়া দুটিতে আওয়ামী লীগের দুই প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর দুটি আসনে বর্তমান সংসদ সদস্যরাই মনোনয়ন পেয়েছেন। নতুন-পুরনো মিলিয়ে মনোনয়ন পাওয়ায় ওই সব এলাকায় চলছে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে একক প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামিম।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বর্তমান সংসদ সদস্য শাহে আলমকে বাদ দিয়ে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে গত নির্বাচনে জাতীয় পার্টিকে দেওয়া হয়। সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপনকে।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য পংকজ নাথকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদকে।

বরিশাল-৫ আসনে বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে।

একইভাবে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনেও গত নির্বাচনে জাতীয় পার্টিকে দেওয়া হয়েছিল। সেখানেও মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল অব. হাফিজ মল্লিককে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেন, মনোনয়ন কে পাবে কে পাবে না, এটা দলের সিদ্ধান্ত। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। তার দেওয়া মনোনয়ন অনুযায়ী প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে ক্ষেত্রে মনোনয়ন যুদ্ধে থাকা প্রার্থী থেকে শুরু করে নেতাকর্মী ও সমর্থক নৌকার প্রার্থীকে বিজয়ী করতে একজোট হয়ে কাজ করবে।