গোল্ড লোন দিচ্ছিল প্রাথমিক শিক্ষকদের সমবায়, জরিমানা করল RBI, বন্ধ হল অপর ব্যাঙ্ক

চারটি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমনকী নিয়ম ভঙ্গ করায় আর্বান কো অপারেটিভ ব্য়াঙ্ক লিমিটেডের লাইসেন্সও বাতিল করা হয়েছে। এই ব্যাঙ্কটি মূলত উত্তরপ্রদেশের সীতাপুরে তাদের কাজকর্ম করে। আরবিআই জানিয়েছে, ব্যাঙ্ক চালানোর মতো পর্যাপ্ত অর্থ ওই ব্যাঙ্কের হাতে নেই। তাছাড়া ভবিষ্যতে তারা যে ঘুরে দাঁড়াতে পারবে এমনটাও বোঝা যাচ্ছে না। সেকারণেই ব্যাঙ্কটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও ওই ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে সতর্ক করেছিল আরবিআই। উত্তরপ্রদেশের কমিশনার ও রেজিস্ট্রারকে ব্যাঙ্কটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে আশার কথা এটাই যে শেষ পর্যন্ত ৯৮.৩২ শতাংশ গ্রাহক তাঁদের টাকা ফেরত পেয়ে গিয়েছেন।

তবে আরবিআইয়ের নির্দেশ পাওয়ার পরেই ৭ ডিসেম্বর থেকে ওই ব্যাঙ্ক তার কাজকর্ম বন্ধ করে দেয়।

এখানেই শেষ নয়, আরও চারটি সমবায় ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে। পাটান সমবায় ব্যাঙ্ক, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল ব্য়াঙ্ক, রাজর্ষি শাহু সমবায় ব্যাঙ্ক, প্রাইমারি টিচার্স কো অপারেটিভ ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে। তিন ব্য়াঙ্ককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অপর ব্য়াঙ্ককে জরিমানা করা হয়েছে ১০,০০০ টাকা। এই ব্যাঙ্কে একাধিক অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ। তার জেরেই এই জরিমানা।

ডিস্ট্রিক্ট সেন্ট্রাল ব্য়াঙ্ক নাবার্ডের নিয়ম মানছিল না বলে অভিযোগ।

পাটান সমবায় ব্যাঙ্ক কেওয়াইসির নিয়ম মানছিল না।

প্রাইমারি টিচার্স কো অপারেটিভ ব্যাঙ্ক আরবিআই রুলকে ভঙ্গ করে গোল্ড লোন দিচ্ছিল। তার জেরেই এই জরিমানা।

রাজর্ষী সাহু কো অপারেটিভ ব্যাঙ্ক তাদের সর্বনিম্ন টাকা যেটা রাখার কথা সেটাও রাখছিল না। তার জেরে জরিমানা করা হয়েছে সেই সমবায় ব্যাঙ্ককে।

মূলত একের পর এক অনিয়মের অভিযোগ। নজর রাখছি আরবিআই। তবে এবার একেবারে চেপে ধরেছে তারা। রীতিমতো জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটা ব্যাঙ্কের ঝাঁপও বন্ধ করা হল। সবটাই করেছে রিজার্ভ ব্যাঙ্ক।