Bangla Jokes collection: উইকেন্ড শুরু! দমফাটা হাসি দিয়ে শুরু হোক সকাল, পড়ুন দিনের সেরা ৫ জোকস

১। সাতসকালে স্বামী আর স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। বিষয় দুপুরের খাবার।

স্ত্রী: আমি যে প্রতিদিন তোমাকে এত মজার মজার জিনিস রান্না করে খাওয়াই, তুমি তো বিনিময়ে কিছুই দাও না।

স্বামী: দিতে হবে না এমনিই পেয়ে যাবে। একটু অপেক্ষা করো।

স্ত্রী: কী পাব ?

স্বামী: আমার জীবনবীমার পাঁচ লাখ টাকা।

(আরও পড়ুন: মন ভালো নেই? তাহলে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, কাজের চাপের মধ্যেও মন থাক দারুণ)

২। একবার মন্টু, পল্টু আর সন্টু সুন্দরবনে বেড়াতে গিয়েছে। সুন্দরবনে তারা হোটেলে এক বিছানার একটি ঘর ভাড়া নিয়েছে। কিন্তু রাতে যখন তারা বিছানায় ঘুমোতে গেল, তখন কিছুতেই তিনজনের জায়গা হচ্ছিল না। 

অনেক জোরাজুরি করেও যখন তিন জনের জায়গা হল না, তখন সন্টু বিছানা থেকে নেমে নীচে শুয়ে পড়ল। 

সন্টু নীচে নামামাত্রই মন্টু বলল, ‘আরে, এখন তো অনেক জায়গা বেড়ে গেল। সন্টু এবার উঠে আয়। একসঙ্গে ঘুমোনো যাবে।’

(আরও পড়ুন: সোমবার সকালে মন থাকুক ফুরফুরে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর হাসুন কাজের শুরুতেই)

৩। একবার শ্যামলবাবু উচ্চ রক্তচাপের চিকিৎসা করাতে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সব কিছু পরীক্ষা করে শ্যামলবাবুকে বললেন, প্রতি রাতে জানালা খুলে ঘুমোতে। ঠিক ১৫ দিন পর আবার দেখা করতে বললেন তাঁর সঙ্গে। 

শ্যামলবাবু সব ঠিকঠাক মতো করে ১৫ দিন পর ডাক্তারের সঙ্গে দেখা করতে গেলেন। ডাক্তার তাঁকে দেখে বললেন, ‘কী শ্যামলবাবু, তাহলে রোগ পালিয়ে গিয়েছে তো?’ 

শ্যামলবাবু বললেন, ‘ডাক্তারবাবু, রোগ তো পালায়নি, কিন্তু খোলা জানালা দিয়ে আমার মোবাইল, ল্যাপটপসহ বহু কিছুই চুরি হয়ে গিয়েছে। তাই সেগুলো হারানোর ভয়টাও আর নেই। তাতে মনে হয় রক্তচাপও কিছুটা কমে গিয়েছে।’

(আরও পড়ুন: একে মেঘলা, তায় ঠান্ডা! তার মধ্যে মেজাজ থাকুক সুপার কুল, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। এক পাইলট আর তার বন্ধুর মধ্যে কথা হচ্ছে।

পাইলট: জানিস, আমাদের এয়ারলাইনসের বিমান কখনও হাইজ্যাক হয় না। এণন সিস্টেম করা আছে।

বন্ধু: আরিব্বাস! কী সেই সিস্টেম?

পাইলট: কারণ, আমাদের সবগুলি বিমানই ত্রুটিপূর্ণ! ছিনতাইকারীদেরও তো জানের মায়া আছে, নাকি!

(আরও পড়ুন: বৃষ্টিভেজা শীতের সকাল, আজ মন থাকুক ফুরফুরে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৫। এক মহিলা তাঁর একটা পোর্ট্রেট আঁকতে দিলেন এক শিল্পীকে। বললেন, ‘আমার ছবিটায় গলায় খুব দামি কিছু গহনা এঁকে দেবেন প্লিজ।’

শিল্পী: কেন?

মহিলা: আমার মৃত্যু হলে আমার স্বামী যদি আবার বিয়ে করে, তখন তার দ্বিতীয় স্ত্রী যেন এ ছবি দেখে ওর জীবন বরবাদ করে দেয়।