Kazi Nazrul Islam Airport: যাত্রী সুবিধার্থে উদ্যোগ, অন্ডাল এয়ারপোর্ট সংলগ্ন সড়কে বাস স্টপেজের সিদ্ধান্ত

দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্ট বা কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের মাধ্যমে প্রতিদিন বহু যাত্রী ওঠানামা করেন। তবে এতদিন এই বিমানবন্দরে সামনে বহু বাস স্টপেজ দিচ্ছিল না। যার ফলে সমস্যায় পড়তে হয়েছিল যাত্রীদের। তাই তারা দীর্ঘদিন ধরে সেখানে স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে অন্ডাল বা কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের সামনে রাস্তায় স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এর ফলে সমস্ত বাস সেখানে দাঁড়াবে। তাতে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে রাজ্য সরকার।

আরও পড়ুন: অন্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দর করার মুখ্যমন্ত্রীর ঘোষণায় সংশয়ে বিশেষজ্ঞরা

এই বিমানবন্দর সামনে রয়েছে ১৯ নম্বর জাতীয় সড়ক। এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে বহু দূরপাল্লার বাস যাতায়াত করে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা প্রভৃতি রাজ্যে বাস এই সড়ক হয়ে যাতায়াত করে। ফলে বিমানে ওঠানামা করা যাত্রীদের জন্য এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এতদিন সাধারণত কিছু বেসরকারি এবং সরকারি বাস ওই বিমানবন্দরের সামনে স্টপেজ দিলেও বেশ কিছু দূরপাল্লার লাক্সারি বাস সেখানে স্টপেজ দিচ্ছিল না। রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রের পরিবহণ নিগমের সমস্ত বাসই সেখানে স্টপেজ দেয়। তবে বিমানবন্দরের কর্তৃপক্ষের অভিযোগ ছিল যে সেখানে অনেক কয়েকটি দূরপাল্লার বাস স্টপেজ দিচ্ছে না। সেই সমস্যা দূর করার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবার থেকে সমস্ত বাস অন্ডাল স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে দাঁড়াবে। 

অন্ডাল বিমানবন্দর তৈরির প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল ২০০৬–০৭ সালে।  তারপরে কাজ শুরু হয়। শেষ পর্যন্ত এই বিমানবন্দর উদ্বোধন করা হয়। প্রায় ৬ বছর পর ২০১৩ সালে ২৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরটি উদ্বোধন করেছিলেন। এই বিমানবন্দর তৈরি করা হয়েছিল সিঙ্গাপুরের চাঙ্গী এয়ারপোর্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায়। আসানসোল–দুর্গাপুরে প্রচুর শিল্পাঞ্চল রয়েছে। ফলে এই বিমানবন্দরটির মাধ্যমে ওই সমস্ত এলাকার মানুষ যাতায়াত করে থাকেন। এর পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের বহু মানুষও যাতায়াতের জন্য এই বিমানবন্দরকে ব্যবহার করে থাকেন। এবার থেকে সমস্ত বাসকেই ওই রাস্তায় স্টপেজ দিতে হবে। এ বিষয়টি দেখার জন্য আরটিওকে নির্দেশ দেওয়া হয়েছে