IND Vs SA: Indian Captain Suryakumar Yadav Wants Players To Play Fearless Cricket

ডারবান: বিশ্বকাপ ফাইনাল হারের হতাশা পিছনে ফেলে, অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪-১ স্কোরলাইনে টি-টোয়েন্টি সিরিজ়ে পরাজিত করেছে সূর্যকুমার (Suryakumar Yadav) যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। রবিবার, ১০ ডিসেম্বর থেকে আরেক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে নামতে চলেছে ভারতীয় দল। রবিবার সিরিজ়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারলেও, ঠিক পরপরই তাদের হারানোটা দলকে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে। মত সূর্যর। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপে হারাটা খুবই হতাশাজনক ছিল এবং সেটা এত সহজে ভুলে যাওয়াও সম্ভব নয়। তবে ভিন্ন ফর্ম্যাটে হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জয়টা কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’ অধিনায়ক সূর্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের সকলকে নির্ভীক ক্রিকেট খেলার পরামর্শই দিয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামনে এগিয়ে এসে নির্ভীক ক্রিকেট খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই ধরনের ক্রিকেটটাই দরকার। আমি ওদের বলেছি, বেশি ভাবনাচিন্তা না করে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওরা যেমনটা খেলে, তেমনভাবেই এখানেও যেন খেলা চালিয়ে যায়।’

সাদা বলের সিরিজ়ে বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন রোহিত শর্মা। তাঁকে বিশ্রাম দেওয়াও হয়েছে। সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যও চোটের কবলে, তাই সূর্যই দলকে টি-টোয়েন্টি সিরিজ়ে নেতৃত্ব দেবেন। তিনি কিন্তু নতুন দায়িত্ব বেশ উপভোগই করছেন বলে জানান সূর্যকুমার যাদব।

 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কেমন হতে পারে ভারতীয় একাদশ? সূর্য কিন্তু আগেভাগে কিছুই জানাতে চাইছেন না। ‘কেমন, কী দল হবে সেটা আমরা মোটামুটি ঠিক করে ফেলেছি। কাল কারা ওপেন করবে, সেটা জানি। তবে হ্যাঁ, আজকে অনুশীলনের পর সবকিছু একেবারে পাকা হবে। আর ষষ্ঠ বোলারের জন্য আমাদের দলে যথেষ্ট বিকল্পও রয়েছে।’ বলেন সূর্যকুমার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: নিলামের আগে চমক প্রীতি জিন্টার দলের, কোহলিদের ব্যাটিং গুরুকে ছিনিয়ে আনল পাঞ্জাব