পরিবারের পছন্দের আত্মীয়কে বিয়ে না করায় খুন তরুণী! দোষী সাব্যস্ত বাবা-মা, কাকা

এক ১৮ বছরের তরুণীকে হত্যার দায়ে ইতালির এক কোর্টে দোষী সাব্যস্ত হলেন ৩ জন। ওই তরুণীর পরিবারে তাঁর বাবা, মা ও তরুণীর কাকাকে এই ঘটনার জেরে আগেই অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। এবার ইতালির এক কোর্টে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়।

ঘটনার সূত্রপাত ওই তরুণীর বিয়ে ঘিরে। ২০২২ সালে নভেম্বর মাসে সামাঁ আব্বাসের দেহ উদ্ধার হয় ইতালির একটি মাঠে। যে এলাকায় তাঁর বাবা কর্মরত ছিলেন। সামাঁর পরিবার ইতালিতে আসে পাকিস্তান থেকে। উত্তর ইতালিতে তাঁদের বসবাস। ২০২২ সালে সামাঁর বয়স ছিল ১৮ বছর। শেষবার সমাঁকে দেখা গিয়েছিল ওই মাঠের কাছে। সেখানে সে তাঁর বাবা মায়ের সঙ্গে গিয়েছিল। সেই ঘটনার ভিডিয়োও রয়েছে। এরপর থেকে খোঁজ পাওয়া যায়নি সামাঁর। এরপর সামাঁর দেহ উদ্ধার হয় ওই মাঠ থেকে। ইতালির কোর্টে সরকার পক্ষের আইনজীবীর দাবি, সামাঁকে সেখানে খুন করে চাঁর পরিবার। আর খুনটি হয়েছে ২০২১ সালে। সেই বছরের মে মাসে সামাঁকে খুন করে তাঁর পরিবার পালিয়ে যায় মিলানে। মিলান থেকে তারা পালায় পাকিস্তানে। সামাঁকে খুনের দায়ে তাঁর বাবা সাব্বার আব্বাস ও মা নাজিয়া শাহিনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এছাড়াও তাঁর কাকা দানিশ হাসনেইনকে ১৪ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। ইতালির রেজ্জিও এমিলিয়ার কোর্টে এই ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে, সামাঁর দুই আত্মীয় ভাইকে এই মামলায় বেকসুর খালাস করা হয়েছে। উল্লেখ্য, সামাঁকে তাঁর এক তুতো ভাইয়ের সঙ্গে বিয়ে করতে চাপ দিতে থাকে তাঁর পরিবার। তার জেরেই পরিবারের সঙ্গে সামাঁর সংঘাত বাঁধে।

জানা গিয়েছে, সামাঁর বাবা আব্বাসকে পাকিস্তান থেকে প্রত্যশর্পণ করে আনে ইতালি। তবে সামাঁর মা শাহিন পলাতক বলে জানা গিয়েছে। তবে মনে করা হচ্ছে, শাহিন পাকিস্তানের কোথাও রয়েছেন গা ঢাকা দিয়ে। এই মুহূ্তে ইতালিতে যে সমস্ত হাই প্রোফাইল কেস চলেছে, তার মধ্যে অন্যতম হল সামাঁর হত্যাকাণ্ড। পরিবারের মত অনুযায়ী বিয়ে না করা নিয়ে এই ধরনের ঘটনা ইতালিতে কার্যত সাড়া ফেলে দিয়েছে। সামাঁর দেহের ময়নাতদন্তে জানা গেছে যে তরুণীর ঘাড়ের হাড় ভেঙে গেছে, সম্ভবত শ্বাসরোধের কারণে। আর তার জেরেই হয়েছে মৃত্যু।