IPL 2024: Rohit Sharma To Leave Mumbai Indians And Join Chennai Super Kings, CSK Management Clears Stance

মুম্বই: আইপিএল নিলামের আগে হঠাৎ করেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নেতৃত্ব থেকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) হার্দিক পাণ্ড্যর হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেয়। এরপর থেকেই মুম্বইয়ে রোহিতের ভবিষ্য়ত নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত। রোহিতকে ট্রেডিং প্রক্রিয়ার মাধ্যমে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলে নিতে আগ্রহী বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নাকি তাঁরা এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কথাবার্তাও শুরু করে দিয়েছ বলে কোথাও কোথাও বলা হচ্ছিল।

তবে সিএসকে ম্যানেজমেন্টের তরফে এই রিপোর্ট সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে। সিএসকের তরফে জানানো হয়েছে ট্রেডিং প্রক্রিয়া তাঁদের দলের নীতি বিরুদ্ধ এবং তাঁরা ট্রেডিংয়ে কাউকে দলে নিতে আগ্রহীও নয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: রোহিত-বিতর্কের আবহেই দলে নেওয়া হল ৬ বোলার, কেমন দাঁড়াল নতুন মুম্বই ইন্ডিয়ান্স?