Eid 2024: খুশির ইদ কবে পড়ছে আগামী বছরে? তারিখ জেনে রাখুন আজ থেকেই

২০২৪-এ বছর কবে পালিত হবে খুশির ইদ? কোন তারিখ থেকে শুরু হবে রোজা? ২৩ শেষ হতে না হতেই জানা গেল দিনক্ষণ। কবে পড়ছে সরকারি ছুটি? তাও জানা গেল অবশেষে। বছর শেষ হতে না হতেই জেনে নিন সমস্ত দিনক্ষণ।

সম্প্রতি খুশির ইদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা ‘আমিরাতস এস্ট্রোনমিক্যাল সোসাইটি’। সেই খবরই প্রকাশ পেয়েছে খালিজ টাইমস-এ।

২০২৪-এর মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে রমজান মাস। ৯ বা ১০ এপ্রিল ইদ-উল-ফিতর বা খুশির ইদ পালিত হবে মধ্য প্রাচ্যের দেশগুলিতে ।

প্রসঙ্গত, ইদের দিনক্ষণ নির্ভর করে চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে একই দিনে ভারতীয় উপমহাদেশ ইদ পালিত হয় না। অবশ্য ভারতের ইদের দিন ঘোষণা করে দিল্লির জামা মসজিদ। বাংলাদেশ, মরক্কো, ইথিওপিয়া, মিশর, ইন্দোনেশিয়া ও তুর্কিতে আলাদা আলাদা দিনে ইদ পালন করা হয়।

আরও পড়ুন: আমোদ-আহ্লাদে কাটুক ২০২৪! এখনই শুভেচ্ছাবার্তা পাঠান আত্মীয়দের

ইদ একটি আরবি শব্দ। এর অর্থ হল খুশির উৎসব। ইদ-উল-ফিতরের দিনে রোজা ভঙ্গ করেন মুসলিমরা।

ইসলামীয় ক্যালেন্ডারের নবম মাস হল রমজান। পয়গম্বরের নির্দেশ মেনে রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন তাঁরা। সূর্যাস্ত থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত কোনও অন্য গ্রহণ করেন না তাঁরা। প্রতি বছর ২ বার উৎসবে মেতে ওঠেন মুসলিমরা। প্রথমে পালিত হয় ইদ উল ফিতর। এর কিছুদিনের মধ্যেই পালিত হয় বকরি ইদ।

প্রতি বছর ২ বার উৎসবে মেতে ওঠেন মুসলিমরা। প্রথমে পালিত হয় ইদ উল ফিতর। এর কিছুদিনের মধ্যেই পালিত হয় বকরি ইদ।

দু’টি উৎসবেই ছুটি থাকে ভারতে। বাংলাদেশ ও পাকিস্তানে ছুটি থাকে ২ -৩ দিন। অবশ্য পশ্চিম এশিয়ার দেশগুলিতে আরও বেশ কিছু দিন ছুটি দেওয়া হয়। তবে আগামী বছরে কবে থেকে সরকারি ছুটি দেওয়া হবে তা এখনও জানা যায়নি।