Bangla Jokes Collection: ছুটির দিনে সকালে হাসতে হাসতে লুটিয়ে পড়ুন! রইল দিনের সেরা ৫ জোকস

১। শিক্ষক ছাত্রকে বলল, বল তো এমন কী রয়েছে, যা আমরা অনুভব করতে পারি না, আবার তাকে ছাড়া বাঁচতেও পারি না। 

ছাত্র – হাওয়া।

শিক্ষক – ঠিক।

ছাত্র – দাঁড়ান স্যর, আরও আছে। ইন্টারনেট কানেকশন ছাড়াও এখন মানুষ বাঁচতে পারে না।

(আরও পড়ুন: Bangla Jokes collection: সোমবার সকাল মানে কি শুধু কাজের চাপ? প্রাণভরে হাসুনও আজ! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

২। স্কুলের ফাইনাল পরীক্ষা। দুইপাতা জুড়ে প্রশ্ন এসেছে। শেষে রয়েচছে একটা প্রবন্ধ। চার পাতা জুড়ে সেটি লিখতে হবে। বিষয় হল অলসতা।

মন্টু পরীক্ষায় কোনও উত্তরই লিখতে পারেনি। কিন্তু প্রবন্ধটা দেখে বড়ই খুশি হল। নিজের মতো করে গুছিয়ে লিখল উত্তর। 

স্যর মন্টুর খাতা চেক করার সময় দেখলেন প্রথম তিন পাতা পুরোটাই খালি। চতুর্থ পাতায় শুধু বড় বড় অক্ষরে লেখা ‘এটি অলসতা!’

(আরও পড়ুন: Bangla Jokes collection: সপ্তাহ প্রায় শেষের মুখে! আজ মন থাকুক একদম ফুরফুরে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৩। শিক্ষক ক্লাসে ঢুকে ছাত্রদের ১৫ টি ফলের নাম জিজ্ঞাসা করলেন। একে একে সকলে দাঁড়িয়ে বলতে লাগল।

পান্টু বলল পেয়ারা। 

শিক্ষক – আর? 

মান্টু বলল আম

শিক্ষক – আর?

সান্টু – আপেল

শিক্ষক – আর বারোটা বলতে হবে।

তখন ঝিন্টু দাড়িয়ে বলল স্যর একডজন কলা!

(আরও পড়ুন: Bangla Jokes collection: একে মেঘলা, তায় ঠান্ডা! তার মধ্যে মেজাজ থাকুক সুপার কুল, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। আর কিছুদিন পরেই নতুন বছর শুরু হবে। সোমবার অফিসে এসে কর্মী বসকে বলল, স্যর কদিনের ছুটি দরকার! 

বস – একটি শর্তে ছুটি পাবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছে? কর্মী – স্যর, বাহুবলী হয়তো কাটাপ্পাকে ছুটি দেয়নি! 

সঙ্গে সঙ্গে বসের প্রশ্ন কতদিনের ছুটি লাগবে!

(আরও পড়ুন: Bangla Jokes collection: রবিবার মানে একটা কমপ্লিট মজার দিন! পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর দিনটি হোক আরও মজার)

৫। শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন, বলতো সেমিস্টার পদ্ধতিতে কী লাভ।

 ছাত্র – লাভ কী বলতে পারব না স্যর। তবে অপমান বছরে দু’বার হয়ে থাকে। তাতে ম্যানেজ দেওয়ার চাপটা বেশি।