কথা রাখেনি আওয়ামী লীগ: জাপার প্রেসিডিয়াম সদস্য

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বলেন, ‌কথা রাখেনি আওয়ামী লীগ। মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার কামারপাড়া বাজারে ট্রাক প্রতীকের সভায় আওয়ামী লীগ নেতা ও আটবারের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন দিয়ে সরে গেলেন তিনি। ‌

জহিরুল ইসলাম জহিরের সরে যাওয়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সহসভাপতি আবুল কামাল আজাদ লিটন, দফতর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি ছিবার উদ্দিন প্রমুখ।

সরে যাওয়ার সময় জহিরুল ইসলাম জহির বলেন, ‘আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এনেছিল, তারা সে কথা রাখেনি। এখানে নির্বাচনের পরিবেশ নেই। আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রার্থী নৌকার পক্ষে না থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ায় ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে। এতে মীর এনায়েত হোসেন মন্টুর অবস্থান আরও শক্ত হয়েছে।

এলাকার স্বার্থে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছি।