Ricky Bhui Scores Hundred To Lead Andhra Pradesh’s Fight Back Against Bengal In Ranji Trophy 2024

বিশাখাপত্তনম: অনুষ্টুপ মজুমদারের দুরন্ত শতরানে ভর করে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলা চারশো রানের গণ্ডি পার করেছিল। প্রথম ইনিংসে বড় লিড পাওয়ার আশায় ছিল বাংলা। তবে তা হচ্ছে না। সৌজন্যে রিকি ভুঁই (Ricky Bhui)। রঞ্জিতে (Ranji Trophy 2024) মরশুমের প্রথম ম্যাচে তৃতীয় দিনে দুরন্ত শতরান হাঁকালেন অন্ধ্রপ্রদেশের তারকা মিডল অর্ডার ব্যাটার।

অন্ধ্র দিনের শুরুটা করেছিল তিন উইকেটের বিনিময়ে ১১৯ রান থেকে। গতকাল রাতে অপরাজিত থাকা অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারি ৫১ রানের ইনিংস খেলে দলকে দু’শো রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। তবে অর্ধশতরান হাঁকানোর পরই হনুমাকে সাজঘরে ফিরিয়ে বাংলাকে বড় সাফল্য এনে দেন আকাশ দীপ। তবে হনুমা আউট হলেও, ভুঁই দেখেশুনে কোনওরকম ঝুঁকি না নিয়েই ইনিংস এগিয়ে নিয়ে যান। দেখতে দেখতে শতরানের গণ্ডিও পার করে ফেলেন তিনি।

তৃতীয় দিনের শেষে ভুঁইয়ের শতরানে ভর করেই দিনের শেষে অন্ধ্রপ্রদেশের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৩৯ রান। ভুঁই আপাতত ১০৭ রানে অপরাজিত রয়েছেন। ম্যাচের চতুর্থ দিনে ভুঁইকে দ্রুত ফেরাতে না পারলে কিন্তু বাংলার চাপ আছে। অন্ধ্রপ্রদেশের সামনে বাংলাকে পিছনে ফেলে প্রথম ইনিংসে লিড নিয়ে নেওয়ার বড় সুযোগ রয়েছে।

ভুঁইয়ের শতরান, হনুমার হাফ সেঞ্চুরির পাশাপাশি অন্ধ্রর হয়ে কে নীতিশ কুমারও ৩০ রানের ইনিংস খেলেন। দিনশেষে মহম্মদ খান ৩১ রানে অপরাজিত থেকে ভুঁইকে ক্রিজে সঙ্গ দিচ্ছেন। বাংলার নিজের অভিষেক রঞ্জি ম্যাচ খেলা, মহম্মদ শামির ভাই, মহম্ম কাইফ ৩৭ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন। আকাশ দীপও পেয়েছেন দুই উইকেট। বাকি দুই উইকেটের একটি পেয়েছেন ঈশান পোড়েল এবং অপরটি নিয়েছেন প্রদীপ্ত প্রামাণিক।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: আইসিসি ট্রফি জয়ে ভারতের ব্যর্থতায় ভনের খোঁচা, কড়া জবাব দিলেন আর অশ্বিন 

আরও পড়ুন: