ভাগনিকে বাঁচাতে পুকুরে নেমে প্রাণ গেলো খালারও

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুকুরের পানিতে ডুবে সায়মা আক্তার (১৪) ও ইজমা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকারা গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সায়মা আক্তার কণিকারা দক্ষিণপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের মেয়ে এবং নিহত ইজমা আক্তার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। নিহতরা সম্পর্কে খালা ও ভাগনি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত এক বছর ধরে শিশু ইজমা তারা নানাবাড়ি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকারা দক্ষিণপাড়া এলাকায় মা-বাবার সঙ্গে থাকতো। মঙ্গলবার দুপুরে ইজমা তারা খালা সায়মার সঙ্গে ময়লা কাপড় ধোয়ার জন্য পুকুরে যায়। এ সময় শিশু ইজমা পুকুরের পাড় থেকে পানিতে পড়ে যায়। তখন তাকে বাঁচানোর জন্য খালা সায়মাও পানিতে নামে। কিন্তু সায়মা নিজেও সাঁতার না জানার কারণে তারা দুই জনেই পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের দুই জনের নিথর দেহ উদ্ধার করে। তাৎক্ষণিক নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পৌঁছে পরিবারের কোনও অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’