Tallest Building: বুর্জ খলিফা ফেল! মার্কেটে এসে গেল নয়া বিল্ডিং, বিশ্বরেকর্ড করবে উচ্চতায়

দুবাইয়ের বুর্জ খলিফা। বিশ্বের দীর্ঘতম বিল্ডিং বলেই পরিচিত। সব মিলিয়ে উচ্চতা ৮২৮ মিটার। একাধিক রেকর্ড তৈরি করেছে এই বিল্ডিং। রীতিমতো বিখ্যাত হয়ে আছে এই বিল্ডিং। ২০০৪ সালে এই বিল্ডিংয়ের নির্মাণকাজ শুরু হয়েছিল। এরপর ২০১০ সালে এটা খুলে দেওয়া হয়। দুবাইয়ের এই সুউচ্চ বিল্ডিংকে ঘিরে গোটা বিশ্ব জুড়েই চর্চা। বিশ্বের দীর্ঘতম বিল্ডিং হিসাবেই পরিচিত এই বিল্ডিং।

তবে সেই সুখের দিন হয়তো আর থাকছে না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে জানা গিয়েছে, সৌদি আরবে এমন বিল্ডিং তৈরি হচ্ছে যে সেটা ছাপিয়ে যেতে পারে বুর্জ খলিফাকেও। 

সেই টাওয়ারের নাম জেদ্দা টাওয়ার। তার আরেক নামও রয়েছে কিংডম  টাওয়ার। এই টাওয়ারটির উচ্চতা ১ কিমি ৩২৮১ ফুট। জেদ্দা ইকোনমিক কোম্পানি বিল্ডিংয়ে একদিকে যেমন বিলাসবহুল বিল্ডিং রয়েছে, অফিস স্পেস রয়েছে সার্ভিস অ্য়াপার্টমেন্ট রয়েছে তেমনি বিলাসবহুল একাধিক অংশ রয়েছে বলে খবর।

এমনকী এটাকে বিশ্বের সবথেকে উঁচুতে থাকা অবসার্ভেটরি বলে গণ্য় করা হচ্ছে। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ে যে অবজার্ভেটরি রয়েছে সেটা কতটা উচ্চতায় সেটাও অবশ্য মাথায় রাখা হচ্ছে।

তবে এবার মনে করা হচ্ছে বুর্জ খলিফাকে ছাপিয়ে যেতে পারে জেড্ডা টাওয়ার। এটার লম্বা কম কিছু নয়। বুর্জ খলিফার থেকেও উঁচু হতে পারে এই জেড্ডা টাওয়ার। এতদিন পর্যন্ত বুর্জ খলিফা টাওয়ার নিয়েই এত মাতামাতি হত। এবার হবে জেড্ডা টাওয়ারকে ঘিরে।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, প্রায় ১৪ বছর ধরে বুর্জ খলিফাকেই বিশ্বের সবথেকে লম্বা বিল্ডিং বলে ধরা হয়।এর উচ্চতা ২৭১৬ ফুট ৬ ইঞ্চি। এটার একাধিক বিশ্ব রেকর্ড রয়েছে। তবে সৌদি আরবে একটি বিল্ডিং তৈরি হচ্ছে। সেটার উচ্চতা বুর্জ খলিফার থেকেও বেশি হতে পারে। জেদ্দা টাওয়া