Smart Phone: ১৪-১৮ বছর বয়সি ছেলেরাই বেশি ফোন দেখে, মেয়েরা মোবাইল গেমও খেলে কম: ASER Report

ফারিহা ইফতিকার

ASER Report 2023। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ১৪-১৮ বছর বয়সিদের মধ্যে মেয়েদের থেকে ছেলেদের মধ্য়ে স্মার্ট ফোন ব্যবহারের সংখ্য়া একেবারে দ্বিগুণ। আর স্মার্টফোন কীভাবে ব্যবহার করতে হয় সেই নিরিখে ছেলেদের থেকে মেয়েরা অনেকটাই কম জানে বলে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ASER 2023। বিয়ন্ড বেসিকস শীর্ষক এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রথম ফাউন্ডেশন এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে অন্য়তম ভূমিকা নিয়েছে। মূলত গ্রামীণ ভারতে ১৪-১৮ বছর বয়সিদের মধ্য়ে এই সমীক্ষা করা হয়েছে। ২৬ রাজ্য়ের ২৮ জেলার ৩৪,৭৪৫ সরকারি ও বেসরকারি স্কুলে এই সমীক্ষা করা হয়েছিল। সেখানেই দেখা গিয়েছে চমকে দেওয়া রিপোর্ট।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই বয়সিদের মধ্য়ে ৮৯ শতাংশের বাড়িতে স্মার্টফোন আছে। ৯২ শতাংশ জানেন কীভাবে স্মার্টফোন ব্যবহার করতে হয়। আর যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের মধ্যে ৩১ শতাংশের নিজের ফোন। তার মধ্য়ে ১৯.৮ শতাংশ মেয়েদের আর ৪৩.৭ শতাংশ ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য।

মেয়েদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা কম ৮৯.৮ শতাংশ। আর ছেলেদের মধ্য়ে এই প্রবণতা ৯৪.৭ শতাংশ।

দেখা যাচ্ছে ৮০ শতাংশ ইউটিউবে ভিডিয়ো খুঁজে পায় আর ৯০ শতাংশ তা বন্ধুদের শেয়ার করে। ৭০ শতাংশ প্রশ্ন খোঁজার জন্য় নেট ব্যবহার করে। দুই তৃতীয়াংশ ফোনে অ্যালার্ম দেয়।

তবে মেয়েদের মধ্য়ে ফোন ও কম্পিউটার ব্যবহারের প্রবণতা কম। সমীক্ষায় থাকা ৫০ শতাংশ ছেলেদের ইমেল আইডি আছে। আর ৩০ শতাংশ মেয়েদের ইমেল আছে।

দেখা যাচ্ছে ৮০ শতাংশ মুভি, মিউজিক ভিডিয়ো দেখার জন্য় ফোন ব্যবহার করে। সপ্তাহের মধ্য়ে ৬৯ শতাংশ ছেলেরা মোবাইলে গেম খেলে। আর ৪৬ শতাংশ মেয়েরা অনলাইনে গেম খেলে। ৯৩.৪শতাংশ ছেলেরা সোশ্য়াল মিডিয়া ব্যবহার করে। আর ৮৭.৮ শতাংশ ছাত্রীরা সোশ্য়াল মিডিয়ায় অভ্যস্ত।