বেটিং অ্যাপকাণ্ডে জড়ালো সাকিবের বোনের নাম

মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে সামনে এসেছে একটি চাঞ্চল্যকর খবর।  বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বোনের নাম এই ঘটনায় উঠে এসেছে। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আজতাক ও ইন্ডিয়া টুডে অনলাইন।

এই বেটিং অ্যাপকাণ্ডের তদন্তে সুরজ চোখানি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি আবার বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন বেটিং অ্যাপ 11wicket.com-এ বিনিয়োগ করেছিলেন। আর সেই বিনিয়োগেই অংশীদার ছিলেন সাকিবের বোন জানাতুল হাসান।

কয়েকটি সূত্রে জানা গিয়েছে, সুরজ চোখানিই সাকিবের বোনের নামটা প্রকাশ্যে নিয়ে এসেছেন। এই ঘটনায় বিশাল চাঞ্চল্য তৈরি করেছে।

তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করেছে, কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন চোখানি। ওখানে তার অংশীদারিত্বও ছিল। এর পাশাপাশি, বাংলাদেশে  11wicket.com অ্যাপে বিনিয়োগ করেছিলেন চোখানি। ওই বিনিয়োগে চোখানির অংশীদার ছিলেন সাকিবের বোন।

দুই বছর আগে বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়ান সাকিব। বিসিবির কঠোর হুঁশিয়ারিতে তিনি সেখান থেকে সরে আসেন। এবার বোনের একই কাণ্ডে আবার আলোচনায় সাকিব। অবশ্য এ ব্যাপারে সাকিবের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।