LSG welcomes West Indies’ pacer Shamar in unique way get to know

পুণে: লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিলেন শামার জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ পেসারকে এবার নিলাম থেকে না নিলেও পরে লখনউ তাঁদের দলে নিয়েছে। শুক্রবারই দলের সঙ্গে যোগ দিলেন তিনি। লখনউ শিবির দুর্দান্তভাবে স্বাগত জানিয়েছে এই ক্যারিবিয়ান পেসারকে। বলা যেতে পারে একেবারে অভিনব ভাবে। ফ্র্য়াঞ্চাইজির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মোবাইল ঘাঁটতে থাকা শামারকে একজন এসে প্রশ্ন করছেন যে, তাঁর ঘরের ওয়াই-ফাই পাসওয়ার্ডটি কী? উত্তরে শামার বলছেন, ”টুঁটা হ্যা গাব্বা কা ঘমণ্ড”

 

২০২০-২১ বর্ডার-গাওস্কর ট্রফি। অ্যাডিলেডে লজ্জার হারের পর সিরিজে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। দেশে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। সেখান থেকে অজিঙ্ক রাহানের নেতৃত্বে টেস্ট সিরিজ জেতে ভারত। গাব্বায় সিরিজের নির্ণায়ক টেস্টে ঋষভ পন্থের অসাধারণ ইনিংসের সৌজন্যে সিরিজ পকেটে পুরে নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথমবার কোনও দলের বিরুদ্ধে গাব্বায় হারতে হয়েছিল অজি শিবিরকে। সেদিন কমেন্ট্রি বক্সে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিবেক রাজদান। তিনিই মূলত এই লাইনটি বলেছিলেন, ”টুঁটা হ্যা গাব্বা কা ঘমণ্ড”, যা পরবর্তীতে বিশাল জনপ্রিয়তা পায়। 

তিন বছর বাদে অস্ট্রেলিয়া শিবির আরও একবার ধাক্কা খেয়েছিল গাব্বায়। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া এসেছিল। সেই সিরিজে গাব্বা টেস্টে ৮ রানের দুরন্ত জয় ছিনিয়ে নেয় ক্যারিবিয়ানরা। সিরিজে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত গাব্বা টেস্ট জিতে সিরিজ ড্র করতে পারে তারা। আর সেই ম্য়াচে জয়ের নায়ক ছিলেন এই শামারই। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১১.৫ ওভারে ৬৭ রান দিয়ে ৭ উইকেট একাই তুলে নেন এই পেসার। ২১৬ রান তাড়া করতে নেমে ২০৭ রানেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস।

জানুয়ারিতে দুর্দান্ত এই পারফরম্য়ান্সের পর আইসিসির প্লেয়ার অফ দ্য মন্থ পুরস্কারও পেয়েছিলেন এই শামার। লখনউ সুপারজায়ান্টস শিবিরে ছিলেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। কিন্তু তিনি আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আইপিএল থেকে। এরপরই শামারকে উডের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়। 

 


আরও দেখুন