IPL 2024: KL Rahul will play as an Impact Player LSG vs PBKS tonight get to know

লখনউ: তিনি লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Supergiants) স্থায়ী অধিনায়ক। কিন্তু পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্য়াচে এবার তিনিই হয়ে গেলেন ইম্প্যাক্ট প্লেয়ার। তিনি কে এ রাহুল (K L Rahul)। আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছে লখনউ। পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচে টস করতে এসেছিলেন নিকােলাস পুরাণ। অনেকেই মনে করছিলেন যে হয়ত চোটের জন্য কে এল রাহুল খেলবেন না। কিন্তু তেমনটা না। তিনি খেলবেন, তবে শুধু ব্যাটিং করবেন। 

আইপিএলের আগে চোট সমস্যায় ভুগছিলেন। বারবার মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে এই কর্ণাটকী ব্যাটারকে চোটের জন্য়। আইপিএলে এবার মরশুমের শুরু থেকেই তিনি রয়েছেন। কিন্তু তিনি কি আদৌ পুরো ফিট? এই প্রশ্ন বারবার উঠেছে। এদিন শেষ পর্যন্ত তাঁকে উইকেটের পেছনের দায়িত্ব থেকে বিশ্রাম দেওয়া হল। এদিন নিকোলাস পুরাণকে অধিনায়ক ও উইকেট কিপার হিসেবে দেখা যাবে। কে এল রাহুল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন। শুধুমাত্র ব্যাটার হিসেবে দেখা যাবে তাঁকে।

 


এদিন টসের সময়ই পুরাণ জানিয়ে দেন যে রাহুলকে এদিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যাবে। এদিন টসের পর পুরাণ বলেন, ”পিচ ভাল ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। আমরা প্রথমে ব্যাটিং করতে চাই। ব্যাট হাতে বড় রান বোর্ডে তুলতে হবে। কে এল কিছুদিন আগেই চোট সারিয়ে এসেছে। আমরা তাই ওকে বিশ্রাম দিতে চাই ফিল্ডিংয়ের সময়।”

উল্লেখ্য, গতবছর চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান কে এল রাহুল। এই বছর জাতীয় দলের জার্সিতে হায়দরাবাদ টেস্টে ফের চোট পান তিনি। সেই চোট সারিয়ে আইপিএলে প্রত্যাবর্তন। প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেন লখনউ অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৪ বলে ৫৮ রান করে ফেরেন কে এল রাহুল। উল্লেখ্য়, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বেঙ্গালুরুর ন্য়াশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে ফিট সার্টিফিকেট দেওযা হয়েছিল। সেই মত লখনউয়ের হয়ে প্রথম ম্য়াচেই নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্য়াচের আগেই ফের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠে গেল। 

আরও পড়ুন: দলের ভেতরেই সংঘাত চরমে! টুর্নামেন্টের মাঝেই কি ভাগ হয়ে গেল হার্দিক-রোহিত শিবির?

আরও দেখুন