‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, তাপমাত্রাজনিত পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে ‘হিট ইমারজেন্সি’ জারি করুন, সমন্বিত পদক্ষেপ গ্রহণ করুন। সরকার তাপমাত্রা বৃদ্ধিজনিত পরিস্থিতির দায় দায়িত্ব এড়িয়ে  যেতে পারে না। অভাবগ্রস্ত শ্রমজীবী পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করুন।

শুক্রবার (২৬ এপ্রিল) বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে তিনি ওই বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবেশ ও র‍্যালির মাধ্যমে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাইফুল হক বলেছেন, ‘দেশজুড়ে তাপমাত্রার মারাত্মক বৃদ্ধি শ্রমজীবী মেহনতি মানুষের কাছে গজবের মতোই। গরমে তাদের প্রাণ ওষ্ঠাগত, ত্রাহি ত্রাহি অবস্থা। এই পরিস্থিতিতে তাদের এক বড় অংশের কাজ নেই। শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা গুরুতর হুমকির মুখে। অনেকেরই কাজ নেই, ঘরে খাবার নেই।

তিনি বলেন, টানা ১৫ বছর ক্ষমতায় থেকে এই পরিস্থিতির দায়দায়িত্ব সরকার এড়িয়ে যেতে পারে না। তিনি পরিস্থিতি মোকাবিলায় তাপমাত্রা বৃদ্ধিজনিত জরুরি অবস্থা (হিট ইমারজেন্সি) জারি করে সমন্বিত পদক্ষেপ নিতে সরকার, মন্ত্রণালয়, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন।