Extreme Malnutrition: দুই উচ্চশিক্ষিত ভাইয়ের নিথর দেহ উদ্ধার ফ্ল্যাটে, খায়নি বহুদিন, বেকারত্বের জ্বালা?

জি ডি সুজা

গোয়ার মারগাঁওয়ের একটি অ্যাপার্টমেন্টে মিলেছে দুই ভাইয়ের দেহ। প্রাক্তন ইঞ্জিনিয়ার এবং বাণিজ্য স্নাতক দুই ভাইয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে সেখানে। ময়নাতদন্তের পরে ইঙ্গিত মিলেছে যে তারা সম্ভবত অপুষ্টির জেরে মারা গিয়েছে। তারা একটি মসজিদের পাশের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। বুধবার রাতে পুলিশ দরজা ভেঙে ওই দুই ভাইয়ের দেহ উদ্ধার করে। দুজনের মধ্য়ে একজনের বয়স ২৯ বছর আর অপরজনের বয়স ২৭ বছর। তাদের মা অন্য একটি ঘরে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। তার বয়স ৫০ বছর। 

দু’জনের দেহ একেবারে রোগা হয়ে গিয়েছিল। তাদের মাকে বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং স্থানীয় একটি হাসপাতালে  তাকে ভর্তি করা হয়েছে। 

দক্ষিণ গোয়ার পুলিশ সুপার সুনীতা সাওয়ান্ত জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে ‘চরম অপুষ্টির’ বিষয়টি সামনে এসেছে। ভিসেরা আরও পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং শেষকৃত্যের জন্য মৃতদেহগুলি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্ণাটকের বেলগাঁওয়ের বাসিন্দা কাপড় ব্যবসায়ী বাবা আলাদা থাকলেও কয়েকদিন পরপর পরিবারের সঙ্গে দেখা করতে যেতেন। তিনি পুলিশকে বলেছিলেন যে তার স্ত্রী এবং ছেলেরা তাকে ভিতরে ঢুকতে দিত না বা তার কোনও কথা তারা শুনত না। 

বড় ভাই, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ২৯ বছর বয়সি এবং তার ভাই ২৭ বছর বয়সি।

মৃতের এক চাচা জানিয়েছেন যে বেকারত্ব জনিত যে হতাশা এই ট্র্যাজেডির কারণ হতে পারে। দুই ছেলেই উচ্চশিক্ষিত এবং বেকার ছিল। বড় ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ছোট ছেলে কমার্স গ্র্যাজুয়েট। তারা এমন মানুষ ছিলেন যারা কারও কাছে সাহায্য চাইতেন না।

ভবনটি মসজিদ-ই-সিদ্দিক মসজিদের নিকটে অবস্থিত।

প্রতিবেশী এবং স্থানীয়রা এনিয়ে কার্যত হতবাক। এমন ঘটনা যে হতে পারে সেটা তারা কিছুতেই ভাবতে পারছেন না। একজন বলেছেন, গত এক মাস ধরে, কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল। ফ্ল্যাটে কেউ ঢুকছে না, বেরোচ্ছে না।

পুলিশ জানিয়েছে, মানসিক রোগের সমস্যা রয়েছে মায়ের। তিনি  আপাতত কিছুটা সুস্থ না হওয়া পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আগামী দিনে আস্তে আস্তে বিষয়টি জানা যাবে। 

ওই পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, রমজানের সময়তেও ওরা বাড়ি থেকে বের হত না। তারা বিনামূল্যে যে খাবার সেটাও নিত না। সব মিলিয়ে গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।